শাশ্বত কন্যা হিয়া চট্টোপাধ্যায়, যার প্রথম ছবি হতে চলেছে ‘মন মানে না’। দাদু এবং বাবার ঐতিহ্য বজায় রেখেই রুপোলি পর্দায় পথ চলা শুরু করেছেন হিয়া। সম্প্রতি শেষ হয়েছে অভিনেত্রীর প্রথম ছবির শ্যুটিং। দীর্ঘদিনের এই যাত্রার সমাপ্তি হওয়ায় আবেগঘন হয়ে একটি পোস্ট করলেন হিয়া।
হিয়া বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন যার প্রথম ছবিতেই ছবির কলাকুশলী থেকে ক্যামেরার পেছনের সহযোগীদের দেখতে পাওয়া যাচ্ছে। দ্বিতীয় ছবিতে চায়ের দাগে তৈরি করা হৃদয়, পঞ্চম ছবিতে একটি ফুলের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
আরও পড়ুন: 'আমার স্নেহের পাত্রী...', যুদ্ধ শেষে ফের দিতিপ্রিয়ার উদ্দেশ্যে পোস্ট জিতুর
আরও পড়ুন: অবশেষে ছাড়পত্র দিল হাইকোর্ট, মুক্তি পেল ‘উদয়পুর ফাইলস’
এছাড়াও গাড়ি চালানোর সময় বা শ্যুটিংয়ের ফাঁকে ছোট ছোট ছবি এবং ভিডিয়ো পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। ছবিগুলি পোস্ট করে এতদিন ধরে চলা শ্যুটিংয়ের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
হিয়া লেখেন, ‘ঠিক এইভাবেই শেষ হল যাত্রাটা। শুরুটা ছিল ভীষণ ভয়ঙ্কর, চলার পথে ছিল এক সুন্দর বিশৃঙ্খলা ঠিক এইভাবেই শেষ হল যাত্রাটা। সবাই বলে প্রথম সবকিছু, সবসময়ই বিশেষ হয়, কিন্তু আমার মনে হয় সেটা নির্ভর করে প্রথমটা কেমন ছিল তার ওপর… আর এই প্রথমটা যেন সব দিক থেকেই নিখুঁত ছিল, যা আমাকে নিশ্চিত করেছে যে আমি এটা কখনও ভুলতে পারব না।’
অভিনেত্রী লেখেন, ‘সবচেয়ে সুন্দর ব্যাপার হল, কিছু মানুষের সঙ্গে পরিচয় হল, যাদের সঙ্গে এখন আমার এক বিশেষ বন্ধন তৈরি হয়েছে। অসংখ্য নতুন মুহূর্তের অভিজ্ঞতা হয়েছে, যা এখন রূপ নিয়েছে স্মৃতিতে—যা আমি সারাজীবন লালন করব। Mon Maaney Na শুধু একটা গল্প ছিল না, যেখানে আমরা প্রাণপণ পরিশ্রম করেছি—রক্ত, ঘাম, অশ্রু সব দিয়েছি (আক্ষরিক অর্থেই)। গত কয়েক মাস ধরে এটাই ছিল আমার জীবনের কেন্দ্রবিন্দু, আর আমি জানি এটি সবসময়ই আমার হৃদয়ে থেকে যাবে।’
আরও পড়ুন: চ্যাট বিতর্কে নতুন চমক! 'মিটিয়ে নিলাম...', ইঙ্গিতপূর্ন পোস্ট দিতিপ্রিয়ার
আরও পড়ুন: স্বামীকে ‘ছাপরি’ বলতেই রেগে কাঁই স্বরা, দিলেন উপযুক্ত শিক্ষা
সবশেষে হিয়া লেখেন, ‘আমরা আর অপেক্ষা করতে পারছি না—১৪ নভেম্বর থেকে দেখুন MON MAANEY NA!’ হিয়ার পোস্ট দেখে বোঝাই যাচ্ছে তিনি কতটা উত্তেজিত তাঁর আগামী ছবির জন্য। এই ছবিতে হিয়ার বিপরীতে অভিনয় করছেন ‘বন্দিশ ব্যান্ডটিস’ খ্যাত ঋত্বিক ভৌমিক। দেখা যাবে ‘পারিয়া’ অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়কেও।