কখনও অন্য ধর্মে বিয়ে করার কারণে, কখনও আবার অতিরিক্ত মোটা হয়ে যাওয়ার দরুন উপহাসের সম্মুখীন হতে হয় স্বরা ভাস্বরকে। তবে এবার স্বামী ফাহাদ আহমেদকে নিয়ে উপহাস করতেই রেগে কাঁই হলেন অভিনেত্রী। দিলেন উপযুক্ত শিক্ষা।
সম্প্রতি পতি, পত্নী অউর পাঙ্গা নামক একটি অনুষ্ঠানে প্রতিযোগী হয়ে গিয়েছিলেন স্বরা এবং ফাহাদ। সেই অনুষ্ঠানের বেশ কিছু ছবি সমাজ মাধ্যমে প্রকাশ হতেই অভিনেত্রীর স্বামীকে দেখে নিন্দুকরা ‘ছাপরি’ বলে কটাক্ষ করেন। নায়িকার স্বামীকে ‘পুরো রাস্তার দোকানদার’ বলে কটাক্ষ করেন কেউ কেউ।
আরও পড়ুন: মায়ের পর এবার বাবা! হৃতিকের ‘ওয়ার ২’ গানের তালে তালে নাচলেন রাকেশ রোশন
আরও পড়ুন: 'তাদের আমন্ত্রণই জানানো...', শো বয়কটের দাবি জানানো তারকাদের একহাত নিলেন রণবীর
স্বামীর এমন অপমান মুখ বুজে সহ্য করতে পারেননি স্বরা। স্পষ্ট ভাষায় হিন্দুকে কটাক্ষ করে তিনি লিখেছেন, ‘এই লোকটি আসলে নিজেকে গর্বিত হিন্দু এবং আম্বেদকরের অনুগামী বলে দাবি করেন। কিন্তু তিনি জানেন না ছাপরি কথাটি ভীষণ নিম্নমানের একটা কথা। এই কথাটি বলে উনি একটি বিশেষ সম্প্রদায়কে ছোট করলেন।’
স্বরা আরও বলেন, ‘কোনও এলাকার রাস্তার দোকানদার হওয়া খারাপ কিছু নয়। বুঝতেই পারছেন অতিরিক্ত অহংকার থাকা ভালো নয়। আপনি এই কথাগুলি বলে একটি বিশেষ পেশার মানুষকে ছোট করলেন।’ অভিনেত্রীর অনুরাগীরা এমন জবাবে বেশ তৃপ্ত হয়েছেন।
আরও পড়ুন: ভাষা বিতর্কের মধ্যেই মুক্তি পেল ‘রক্তবীজ ২’ ছবির গান, মিলেমিশে একাকার দুই বাংলা
আরও পড়ুন: প্রকাশ্যে SST বেঙ্গল- এর প্রমো, শুধু রুকমা নন, ধারাবাহিকে দেখা যাবে এই নায়িকাকেও
২০২৩ সালে রাজনীতিবিদ ফাহাদ আহমেদকে বিয়ে করেন স্বরা। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে কটাক্ষ শুনতে হয় অভিনেত্রীকে। যদিও চিরকাল স্পষ্ট বক্তা স্বরা এবারেও স্বামীর মান বাঁচাতে নামলেন মাঠে, প্রথম বলেই দিলেন ছক্কা।