বিগত কয়েকদিন ধরে জিতু কমল এবং দিতিপ্রিয়া রায়ের মধ্যে তৈরি হওয়া বিবাদের কথা সকলেরই জানা। জিতুর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনেন অভিনেত্রী, যার পরিপ্রেক্ষিতে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট শেয়ার করেন জিতু। চলতে থাকে বিতর্ক, বাড়তে থাকে সমস্যা।
জিতু এবং দিতিপ্রিয়ার এই বিতর্কের মধ্যেই প্রশ্নের মুখে পড়ে ‘চিরদিনই তুমি যে আমার’। অনেকেই ভাবেন, তাহলে হয়তো ধারাবাহিকটি আর চলবে না বেশিদিন। কেউ কেউ আবার ভাবেন, জিতু বা দিতিপ্রিয়া, এঁদের মধ্যে কোনও একজন হয়তো ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যাবেন।
আরও পড়ুন: মায়ের পর এবার বাবা! হৃতিকের ‘ওয়ার ২’ গানের তালে তালে নাচলেন রাকেশ রোশন
আরও পড়ুন: 'তাদের আমন্ত্রণই জানানো...', শো বয়কটের দাবি জানানো তারকাদের একহাত নিলেন রণবীর
কিন্তু না, সমস্ত বিতর্কের অবসান ঘটল দিতিপ্রিয়ার ছোট একটি পোষ্টের মাধ্যমে। ৮ আগস্ট অভিনেত্রী পোস্ট করে লেখেন, ‘প্রোডাকশন হাউজের সহযোগিতায় আমার সহ অভিনেতার সঙ্গে যে ভুল বোঝাবুঝি ছিল, তা মিটিয়ে নিলাম।’ ছোট্ট পোস্ট হলেও কারও না বুঝতে বাকি নেই, সমস্যার মেঘ কেটে গিয়ে আলো ফুটতে চলেছে।
প্রসঙ্গত, দিতিপ্রিয়া মাঝে ধারাবাহিক ছেড়ে দেওয়ার কথা বললেও জিতু কিন্তু প্রথম থেকেই এই ধারাবাহিকে কাজ করা নিয়ে অনড় ছিলেন। সদ্যই এই বিষয়ে একটি পোস্ট করেছিলেন তিনি, যেখানে অভিনেতা বলেছিলেন যে কোনও অবস্থাতেই তিনি এই ধারাবাহিক ছেড়ে যাবেন না। ব্যক্তিগত জীবনে সমস্যার জের তিনি টানতে চান না পেশাগত জীবনে।
আরও পড়ুন: ভাষা বিতর্কের মধ্যেই মুক্তি পেল ‘রক্তবীজ ২’ ছবির গান, মিলেমিশে একাকার দুই বাংলা
আরও পড়ুন: প্রকাশ্যে SST বেঙ্গল- এর প্রমো, শুধু রুকমা নন, ধারাবাহিকে দেখা যাবে এই নায়িকাকেও
তবে দিতিপ্রিয়া সবকিছু মিটিয়ে নিলেও ইতিমধ্যেই এই বিতর্কের জেরে গত বৃহস্পতিবার টিআরপির তালিকায় সপ্তম স্থানে নেমে গিয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’। আগামী দিনে দুই সহকর্মীর মধ্যে সম্পর্কের উন্নতি হয় কিনা, আবার স্বমহিমায় ‘চিরদিনই তুমি যে আমার’ ফিরে আসতে পারে কিনা, সেটাই দেখার।