কিছুদিন আগেই সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’ ছবি ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। অভিনেত্রীর ৮ ঘন্টা কাজ করার সিদ্ধান্তকে একদিকে যেমন অনেকে সাপোর্ট করেছিলেন তেমন অনেকে বিরূপ মন্তব্যও করেছিলেন। এবার আরও একটি ছবি ছেড়ে বেরিয়ে এলেন তিনি। কিন্তু কেন? তাহলে কী অভিনয় জগতকে এবার বিদায় জানাতে চলেছেন তিনি?
সম্প্রতি মিড ডে - এর একটি নতুন প্রতিবেদন থেকে জানা গিয়েছে, হলিউড ছবি ‘দ্য ইন্টার্ন’ সিনেমার রিমেক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত হলিউড ছবি ‘দ্য ইন্টার্ন’-এ রবার্ট ডি নিরো এবং অ্যান হ্যাথওয়ের সঙ্গে অভিনয় করেছিলেন ঋষি কাপুর ও দীপিকা।
আরও পড়ুন: ভাষা বিতর্কের মধ্যেই মুক্তি পেল ‘রক্তবীজ ২’ ছবির গান, মিলেমিশে একাকার দুই বাংলা
আরও পড়ুন: প্রকাশ্যে SST বেঙ্গল- এর প্রমো, শুধু রুকমা নন, ধারাবাহিকে দেখা যাবে এই নায়িকাকেও
প্রতিবেদন অনুযায়ী, ছবির রিমেকেও ঋষি কাপুর সঙ্গে দীপিকার অভিনয় করার কথা ছিল কিন্তু ঋষি কাপুরের প্রয়াণের পর অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করার কথা ছিল দীপিকার। কিন্তু এর মাঝেই একটি বড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী।
প্রতিবেদন থেকে আরও জানা গিয়েছে, ছবিতে অভিনয় না করলেও ছবিটি প্রযোজনা করতে ইচ্ছুক রণবীর ঘরণী, অর্থাৎ সিনেমায় তিনি থাকবেন কিন্তু অন্যরকম ভূমিকায়। কিন্তু কেন সিনেমা থেকে বেরিয়ে এলেন তিনি? অনেকেই মনে করছেন, সদ্য মা হওয়ার কারণে এখন তিনি বেশিক্ষণ কাজ করতে চাইছেন না। নিজেকে কিছুটা সময় দিতে চাইছেন তিনি আর তাই এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন দীপিকা।
আরও পড়ুন: মায়ের পর এবার বাবা! হৃতিকের ‘ওয়ার ২’ গানের তালে তালে নাচলেন রাকেশ রোশন
আরও পড়ুন: 'তাদের আমন্ত্রণই জানানো...', শো বয়কটের দাবি জানানো তারকাদের একহাত নিলেন রণবীর
প্রসঙ্গত, দীপিকাকে সর্বশেষ দেখা দিয়েছে ‘সিংহম এগেইন’ ছবিতে অভিনয় করতে। এরপর তিনি নেন দীর্ঘ বিরতি। মা হওয়ার পর স্পিরিট ছবিতে অভিনয় করার কথা ছিল দীপিকার কিন্তু সেটাও হল না। এবার আরও একটি ছবি ছেড়ে বেরিয়ে এলেন তিনি। তবে প্রযোজক হিসেবে তিনি কাজ করলেও মানুষ দীপিকাকে পুরনো রূপেই আবার দেখতে চান।