চলতি মাসের শুরু থেকে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলার সাংগঠনিক নেতৃত্বদের সঙ্গে একের পর এক বৈঠক শুরু করেছেন। সোমবার উত্তর দিনাজপুর, বহরমপুর ও মুর্শিদাবাদের সাংগঠনিক নেতৃত্বদের নিয়ে বড় ধরনের বৈঠক করছেন ক্যামাক স্ট্রিটে। এই বৈঠকে ডাকা হয়েছে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর সহ তিন জেলার অন্তত দশজন বিধায়ককে।
আরও পড়ুন: এবার দলেরই অপর গোষ্ঠীকে খুনের হুমকি দিলেন হুমায়ুন
এবারের বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে কারণ নতুন দল গঠনের হুঁশিয়ারি দেওয়ার পর অভিষেকের মুখোমুখি হচ্ছেন হুমায়ুন কবীর। গত কয়েক মাস ধরেই দলীয় শৃঙ্খলা ও নেতৃত্বের সঙ্গে তিক্ত সম্পর্কের জেরে আলোচনায় রয়েছেন হুমায়ুন। তিনি ১৫ অগস্টের পর নতুন দল গঠনের হুঁশিয়ারি দিয়েছিলেন। তার আগেই অভিষেকের ডাক পেয়েছেন। এই বৈঠকে হুমায়ুনকে কি বার্তা দেন অভিষেক সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। একইসঙ্গে উত্তর দিনাজপুরের সাম্প্রতিক সময়ে গোষ্ঠীদ্বন্দ্ব এবং বহরমপুরকে ঘিরে সাংগঠনিক দায়িত্ব নিয়ে নতুন কোনও নির্দেশের সম্ভাবনা নিয়েও আলোচনা হতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন।
বৈঠক প্রসঙ্গে হুমায়ুন কবীর জানিয়েছেন, দশদিন আগে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকই এই বৈঠকের ডাক দিয়েছিলেন। সুতরাং তিনি যাচ্ছেন। মানসিকভাবে অভিষেকের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত। ‘বিদ্রোহী’ আখ্যা নিয়ে প্রশ্ন করা হলে তিনি তা পুরোপুরি মানতে নারাজ এবং ১৫ অগস্টের পর দল গঠনের ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে চাননি। তিনি স্পষ্ট করেছেন, সময়ে এসে সব বিষয় স্পষ্ট হবে। হুমায়ুন নিজে মনে করেন, দলীয় নেতৃত্ব তাঁর সম্মানের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেবেন।
এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও মালদার সাংগঠনিক নেতৃত্বদের সঙ্গে দু’দফায় বৈঠক শেষ করেছেন। ৭ অগস্ট দক্ষিণ দিনাজপুর ও জঙ্গিপুরের সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে বৈঠকের কথা থাকলেও ওই দিন ইন্ডিয়া ব্লকের বৈঠক থাকায় তা পিছিয়ে যায়।