বিগত বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ার শিরোনাম ছিনিয়ে নিয়েছিলেন জিতু কমল এবং দিতিপ্রিয়া রায়। জিতুর বিরুদ্ধে দিতিপ্রিয়ার অভিযোগ, জিতুর পাল্টা অভিযোগ চলতেই থাকে। প্রশ্নের মুখে পড়ে যায় ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ভবিষ্যৎ। তবে অবশেষে সেই মেঘ সরে গিয়ে যুদ্ধ শেষের আলো ফুটে উঠল।
৮ আগস্ট সন্ধ্যেবেলায় দিতিপ্রিয়া একটি পোস্ট করে লেখেন, প্রোডাকশন হাউজের সহযোগিতায় সহ অভিনেতার সঙ্গে যে ভুল বোঝাবুঝি ছিল তা মিটিয়ে নিলাম। অভিনেত্রীর এই পোস্ট দেখে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন ভক্তরা। এতদিন ধরে চলা উদ্বেগের নিরাময় হল যেন।
আরও পড়ুন: মায়ের পর এবার বাবা! হৃতিকের ‘ওয়ার ২’ গানের তালে তালে নাচলেন রাকেশ রোশন
আরও পড়ুন: 'তাদের আমন্ত্রণই জানানো...', শো বয়কটের দাবি জানানো তারকাদের একহাত নিলেন রণবীর
দিতিপ্রিয়া পোস্ট করার কিছুক্ষণ পরেই জিতু কমল একটি পোস্ট করে লেখেন, আমার সহ অভিনেত্রী ছোট, আজও আমার স্নেহের পাত্রী। আমিও আর এইসব মনে রাখলাম না। তোমার ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা। আই এম দা বেস্ট। সরি আমরা দুজনেই বেস্ট।
দিতিপ্রিয়া এবং জিতুর পরপর দুটি পোস্ট দেখে মনে হচ্ছে, সমস্যার সমাধান হয়েছে। আগামী দিনে কেউই আর ধারাবাহিক ছেড়ে বেরোচ্ছেন না। যদিও জিতু প্রথম থেকেই জানিয়েছিলেন, ব্যক্তিগত সমস্যার যে তিনি কোনওভাবেই পেশাগত জীবনে নিয়ে আসেন না তাই ধারাবাহিক ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না।
আরও পড়ুন: ভাষা বিতর্কের মধ্যেই মুক্তি পেল ‘রক্তবীজ ২’ ছবির গান, মিলেমিশে একাকার দুই বাংলা
আরও পড়ুন: প্রকাশ্যে SST বেঙ্গল- এর প্রমো, শুধু রুকমা নন, ধারাবাহিকে দেখা যাবে এই নায়িকাকেও
তবে দিতিপ্রিয়া তরফ থেকে এই ধারাবাহিকটি ছেড়ে যাওয়ার একটি ইঙ্গিত পূর্ণ কমেন্ট দেখতে পেয়েছিলেন সাধারণ মানুষ। বারবার প্রশ্ন উঠেছিল তাহলে হয়তো এবার ধারাবাহিকে নতুন মুখ দেখতে পাওয়া যাবে। কিন্তু অবশেষে সবকিছুর অবসান ঘটিয়ে দিতিপ্রিয়া এবং জিতু দুজনেই ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে জানালেন, আমরা থাকছি।