বৃহস্পতির গোচরে লাভ পেতে চলেছেন একাধিক রাশির জাতক জাতিকারা। আসন্ন সময়ে রয়েছে বৃহস্পতির গোচর। দেবগুরু বৃহস্পতি এবার নিজের উচ্চ রাশি কর্কটে গোচর করতে চলেছেন। যে সময়ে বৃহস্পতির গোচর হবে, সেই সময় সেখানে চন্দ্রের আধিপত্য থাকবে। আর চন্দ্রের আধিপত্যে থাকা বৃহস্পতির সঙ্গে আবার চন্দ্রের সম্পর্ক ভালো। তারফলে একগুচ্ছ রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। কারা কারা হবেন লাকি, দেখে নিন রাশিফল।
বৃশ্চিক
আপনার ভাগ্যোদয়ের যোগ তৈরি হতে চলেছে। আপনি কাজের সূত্রে যাত্রা করতে পারেন কোথাও। আপনার এই সময় ভাগ্যোদয়ের যোগ তৈরি হবে। কোথাও কাজের সূত্রে যাতায়াত করতে পারেন। এই সময় শুধু উন্নতিই নয়, সম্মানও মিলবে। অবিবাহিতদের জন্য বিবাহের যোগ তৈরি হবে। গুরু গ্রহ আপনার রাশিতে পঞ্চমভাবে থাকবে। এই সময় আপনার হাতে আকস্মিক ধন সম্পত্তি আসতে থাকবে। সন্তানের সঙ্গে জড়িত কোনও খবর সামনে আসতে পারে।
( India US Relation: আমেরিকার 'কৌশলগত অংশীদার ভারত, যার সাথে আমরা..', মুখ খুলল ট্রাম্প প্রশাসন)
( India US Relation: আমেরিকার 'কৌশলগত অংশীদার ভারত, যার সাথে আমরা..', মুখ খুলল ট্রাম্প প্রশাসন)
তুলা
আপনার রাশিতে বৃহস্পতি কেরিয়ার আর ব্যবসার স্থানে গোচর করবেন। তারফলে এই রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। চাকরিরতদের প্রমোশনেরও যোগ তৈরি হবে। ব্যবসায়ীরা ব্যবসার দিক থেকে ভালো লাভ পাবেন। আপনার জনপ্রিয়তা বাড়বে। ব্যবসায় নতুন অংশীদারের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। এই সময় ব্যবসায়ীরা কোনও বড় অংশীদারের ডিল করতে পারেন। আপনি বাবা বা গুরুর থেকে সহযোগিতা পাবেন।
কর্কট
গুরু গ্রহ আপনার রাশিতে লগ্নভাবে সঞ্চরণ করতে চলেছেন। এই সময় আপনি জনপ্রিয়তা পাবেন। এই সময় আপনি অনেক বেশি লোকপ্রিয় হবেন। মান সম্মানের প্রাপ্তি হবে। যাঁরা বিবাহিত তাঁদের দাম্পত্য জীবন আগের থেকে ভালোর দিকে যেতে পারে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে রোম্যান্স বাড়তে পারে। পার্টনারশিপের কাজে লাভ হবে।
কবে রয়েছে গোচর?
গ্রহদের অবস্থানের ভিত্তিতে এই বৃহস্পতি অক্টোবরে গোচর করতে চলেছেন। তার প্রভাবে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন।
(এই প্রতিবেদনের তথ্য় মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )