আসন্ন ১৫ অগস্ট থেকে ভাগ্য খুলছে একঝাঁক রাশির। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহই একটি নিশ্চিত সময় পর পর নিজের স্থান পরিবর্তন করে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। নবগ্রহের মধ্যে সেনাপতি মঙ্গল, বর্তমানে কন্যা রাশিতে বিরাজমান। খুব শিগগিরই তিনি যুবরাজ বুধের সঙ্গে সংযোগ করে লাভদৃষ্টি তৈরি করবেন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। আগামী ১৫ অগস্ট, বুধ আর মঙ্গল একে অপরের সঙ্গে ৬০ ডিগ্রিতে অবস্থান করতে চলেছেন। তার জেরে বহু রাশি লাভ পাবেন। কারা কারা লাকি, দেখে নিন।
ধনু
এই সময় টাকা পয়সা পকেট ভরিয়ে দেওয়ার সুযোগ বাড়বে। আত্মবিশ্বাস হু হু করে বেড়ে যাবে। বহু ক্ষেত্রে সফল হতে পারেন। ব্যবসার জন্য এই সময়কাল খুবই ভালো। আপনি কোনও ভালো ডিল পেতে পারেন এই সময়। আপনার ভবিষ্যতে আপনার দারুণ লাভ হতে পারে। এই সময়ে কোনও পদ প্রতিষ্ঠা বা তার প্রাপ্তি হতে পারে। আজ আপনি নিজের ভবিষ্যৎ নিয়ে কোনও বড় সিদ্ধান্ত নিতে পারেন। জীবনে আসবে নানান রকমের আনন্দ।
( Virat Kohli New Look: উঁকি দিচ্ছে পাকা দাড়ি? লন্ডনে এ কোন বিরাট! ভাইরাল ছবি ঘিরে নেটপাড়া মশগুল)
বৃশ্চিক
আইনি মামলায় পেতে পারেন লাভ। ছাত্রদের জন্য এই সময়কাল খুবই ভালো। আইনি মামলা থেকে পেতে পারেন মুক্তি। ছাত্রদের জন্য এই সময় লাভদায়ী হতে পারে। পড়াশোনায় যদি ফোকাস করেন, তাহলে পেতে পারেন লাভ। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়তে পারে। পার্টনারের সঙ্গে সময় ভালো কাটতে পারে। জীবনে নানান রকমের আনন্দ আসতে পারে। ব্যবসা যাঁরা করছেন তাঁরা প্রতিদ্বন্দ্বীদের টক্কর দিতে পারবেন। আপনার বহু কাজে সাফল্য আসতে পারে। শনি আর মঙ্গল আপনাকে মানসিক শান্তি দিতে পারে।
কর্কট
বুধ মঙ্গলের ত্রিএকাদশ যোগ লাভের পথে এগিয়ে যেতে পারে। পরাক্রম ভাবে মঙ্গল থাকতে চলেছেন। তারফলে আপনি প্রতিটি ক্ষেত্রে লাভ পাবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে। সন্তানের তরফে ভালো কোনও খবর পেতে পারেন। আপনার মনের মধ্যের শান্তি আসতে পারে কোনও একটি দিক থেকে। ত্রিএকাদশ যোগ কোনও প্রতিস্পর্ধী কাজে আপনাকে এগিয়ে দিতে পারে। কিছু সাবধান পদক্ষেপ অবশ্যই গ্রহণ করুন।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )