টলি অভিনেত্রী মনামী ঘোষ এমন একজন অভিনেত্রী, যাকে দেখে বোঝার উপায় নেই তাঁর আসল বয়স কত। ছিপছিপে গড়ন, অনাবিল সৌন্দর্য, সব মিলিয়ে মনামী এখনও পেছনে ফেলে দিতে পারেন নতুন প্রজন্মের নায়িকাদের। সোশ্যাল মিডিয়ায় সদা সক্রিয় মনামী সম্প্রতি তারাপীঠ মন্দির থেকে পোস্ট করেছেন বেশ কিছু ছবি।
অভিনেত্রীর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, সাদা রঙের শ্বেতশুভ্র শাড়ি পরে তারাপীঠ মন্দিরের পুজোর দিচ্ছেন মনামী। সঙ্গে রয়েছেন মা। অভিনেত্রীর মা পরে রয়েছেন একটি সাদা রঙের শার্ট।
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
মা তারার পুজোর ডালা মাথায় নিয়ে অভিনেত্রী পোস্ট করেছেন একাধিক ভিডিয়ো এবং ছবি। একটি ছবিতে মায়ের ডালার ছবি, অন্য ছবিগুলিতে মা এবং মনামীর ছবি দেখা গিয়েছে। নেপথ্যে দেখতে পাওয়া গিয়েছে মা তারার মন্দিরের ছবিও।
অভিনেত্রী মায়ের কাছে যে ভোগ নিবেদন করেছেন, তাতে রয়েছে পোলাও, পোড়া শোল মাছ, কাতলা মাছের মুড়ো, ৫ রকম ভাজা, চাটনি, পায়েস, শুক্তো, মিষ্টি, আম। কাঁসার থালায় সাজিয়ে দেওয়া হয়েছিল এই মহাভোগ।
একটি ছবিতে আবার টুকটাক কেনাকাটিও করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। কপালে বাঁধা লাল রঙের চেলি। সব মিলিয়ে উল্টো রথের পরের দিন অর্থাৎ রবিবার সকাল সকাল মা তারার ডাকে সাড়া দিয়ে মায়ের পুজো সম্পন্ন করলেন তিনি। ক্যাপশনেও লিখেছেন সেই কথাই।
ক্যাপশনে তিনি লেখেন, Answering the calling… অর্থাৎ ডাকে সাড়া দিতে। মা যখন স্বয়ং ডাকেন, সেই ডাক অস্বীকার করবে, এমন সাধ্যি কার! অভিনেত্রীর ছবিতে যেমন কেউ কেউ নায়িকার রূপের প্রশংসা করেছেন, তেমন কেউ কেউ কমেন্ট করে লিখেছেন, জয় তারা। অনেকে আবার মনামীকে প্রশ্ন করেছেন কবে আবার নায়িকাকে দেখতে পাওয়া যাবে পর্দায়।
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?
প্রসঙ্গত, ২০২২ সালের ‘বেলাশুরু’ এবং ২০২৪ সালের ‘পদাতিক’ ছবিতে শেষ অভিনয় করতে দেখা গিয়েছে মনামীকে। অভিনয় ছাড়াও নিজের নাচ নিয়ে সবসময় ব্যস্ত থাকেন তিনি। এই মুহূর্তে পর্দা থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভীষণ অ্যাকটিভ অভিনেত্রী।