সকালে ‘ডিয়ার মা’ সহকর্মীদের তরফ থেকে আবার বিকেলে ‘আজও অর্ধাঙ্গিনী’ টিমের তরফ থেকে জন্মদিন পালন করা হল জয়া আহসানের। এই বছর ভিন দেশেই জন্মদিন পালন করছেন অভিনেত্রী। কাজ এবং প্রচারের জন্য দেশে ফেরা হয়নি তাঁর। তবে জন্মদিনে সহকর্মীদের তরফ থেকে যে উষ্ণতা পেলেন তিনি, তাতে বাড়ি বা দেশের কথা মনেই পড়েনি তাঁর।
১ জুলাই, বাংলাদেশী অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন। যদিও জয়াকে এখন শুধু বাংলাদেশী অভিনেত্রী বললে ভুল বলা হবে, তিনি এখন টলিউডেরও একজন খ্যাতনামা অভিনেত্রী বটে। এই মুহূর্তে অভিনেত্রী ভীষণ ব্যস্ত। একদিকে ‘ডিয়ার মা’ ছবির প্রচার অন্যদিকে আজও অর্ধাঙ্গিনী ছবির কাজ, সব মিলিয়ে নিঃশ্বাস ফেলার সময় নেই জয়ার। তার মধ্যেই চলল বার্থডে সেলিব্রেশন।
আরও পড়ুন: কেউ বলছেন হৃতিক,কেউ রজনীকান্ত, প্রশংসা পেয়েও কেন উল্টো সুর গাইলেন ঋত্বিক?
আরও পড়ুন: বাবার অপমানের বদলা নিতে মেয়ে খুলবে ব্যাঙ্ক, মুক্তি পেল ‘লক্ষ্মীঝাঁপি’-র প্রমো
এদিন সকালে পাঁচতারা হোটেলে জয়ার জন্মদিনের আয়োজন করেন ‘ডিয়ার মা’ ছবির পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। জয়ার সঙ্গে উপস্থিত ছিলেন ছবির আরও কলাকুশলীরা। কেটে কেটে, পায়েস খেয়ে ভিন দেশে নিজের জন্মদিন পালন করলেন অভিনেত্রী। তবে এখানেই শেষ নয়, বিকেলে চলল দ্বিতীয় কেক কাটার পর্ব।
আরও পড়ুন: মায়ের প্রতি সন্তানের ক্ষোভ জন্ম দিল অজানা রহস্যের, মুক্তি পেল ‘ডিয়ার মা’ ছবির টিজার
আরও পড়ুন: ‘ওয়েলকাম বেবি…’, সদ্য ছেলের মা হয়েছেন, পরিবারে ফের নতুন সদস্যকে স্বাগত জানালেন মানসী?
‘আজও অর্ধাঙ্গিনী’ ছবির শ্যুটিংয়ের ফাঁকে পরিচালক কৌশিক গাঙ্গুলী এবং সহকর্মী কৌশিক সেনের উপস্থিতিতে কচি কাচাদের সঙ্গে কেক কাটলেন অভিনেত্রী। একটি সি গ্রিন রঙের চুড়িদার পরে হাসিমুখে সকলের সঙ্গে কেক কাটতে দেখা গেল অভিনেত্রীকে। সবমিলিয়ে এই বছর জন্মদিন যে জয়ার কাছে ভীষণ স্পেশাল, তা অভিনেত্রীর হাসিমুখ দেখলেই বোঝা যায়।