প্রশংসা পেতে কার না ভালো লাগে, এই মুহূর্তে ‘মৃগয়া’ ছবিতে অভিনয় করার সুবাদে সেই প্রশংসার জোয়ারেই গা ভাসিয়েছেন ঋত্বিক, অনির্বাণ, বিক্রম এবং সৌরভরা। সমালোচক থেকে সাধারণ দর্শক, মৃগয়া দেখে আপ্লুত সকলেই। কিন্তু এই ‘মৃগয়া’ সৌরভকে শুধু জনপ্রিয়তা এনে দিল তা নয়, অভিনেতা ফিরে পেলেন পুরনো এক বন্ধুকেও।
কী ঘটেছে?
জুলাই মাসের প্রথম দিন সৌরভ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘মৃগয়া আমাকে আমার বন্ধু ফিরিয়ে দিল। এর থেকে বেশি আর কি চাইতে পারি। কৃতজ্ঞ।’ এরপরে তিনি তার বন্ধুর নাম ট্যাগ করেন এই পোস্টে।
আরও পড়ুন: কেউ বলছেন হৃতিক,কেউ রজনীকান্ত, প্রশংসা পেয়েও কেন উল্টো সুর গাইলেন ঋত্বিক?
আরও পড়ুন: বাবার অপমানের বদলা নিতে মেয়ে খুলবে ব্যাঙ্ক, মুক্তি পেল ‘লক্ষ্মীঝাঁপি’-র প্রমো
পোষ্টের সঙ্গে একটি স্ক্রিনশট শেয়ার করেন সৌরভ যেখানে রঞ্জন রায় নামের কোনও এক ব্যক্তি কমেন্ট করে সৌরভের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। পরে বোঝা যায় এই রঞ্জন হলেন সৌরভের পুরনো এক বন্ধু, যাকে সোশ্যাল মিডিয়ার হাত ধরে আবার ফিরে পেলেন অভিনেতা।
রঞ্জন লিখেছেন, ‘কারও সাথে কারও তুলনা করা উচিত না, সবাই সবার জায়গায় সেরা, কিন্তু তাও বলব তুই টলিউডের রণবীর সিং, যেমন এনার্জি তেমন অভিনয়, তেমন মেকআপ তেমন অ্যাটিটিউড। টলিউড পেয়েছে অন্য ধারার অন্য মানসিকতার অভিনেতা, যে টলিউডকে পৌঁছে দেয় অন্য মাত্রায়। আরও বড় হ।’
রঞ্জনের এই কমেন্টের উত্তরে সৌরভ লেখেন, ‘থ্যাংক ইউ ভাই!! পুরনো বন্ধুদের ভালোবাসাটাই আলাদা।’ সৌরভের উত্তরে আবার রঞ্জন লেখেন, ‘তোর ওপর এখন অনেক দায়িত্ব, তোর দেশ বিদেশ জুড়ে কোটি কোটি ভক্ত, ভগবানের কাছে প্রার্থনা করি তুই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে আরও ওপরে নিয়ে যা। বাংলার মানুষ তোকে ভরসা করতে শিখেছে। তাদের কখনো নিরাশ করিস না। তুই তোর কাজ মন দিয়ে করে যা। বাকিটা ভক্তরা বুঝে নেবে।’
আরও পড়ুন: মায়ের প্রতি সন্তানের ক্ষোভ জন্ম দিল অজানা রহস্যের, মুক্তি পেল ‘ডিয়ার মা’ ছবির টিজার
আরও পড়ুন: ‘ওয়েলকাম বেবি…’, সদ্য ছেলের মা হয়েছেন, পরিবারে ফের নতুন সদস্যকে স্বাগত জানালেন মানসী?
রঞ্জন আরও লেখেন, ‘আমি তোর বড় একজন ভক্ত কারণ চোখের সামনে তোকে ট্রাভেল করে বড় হতে দেখেছি কোনো বাবা ছাড়াই। তাই শ্রদ্ধাটা চলেই আসে। আর এত বড় মানুষ হয়েও আমায় না ভুলার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকিস।’
প্রসঙ্গত, শুধু বন্ধুর তরফ থেকে নয়, পোষ্টের কমেন্ট বক্সে সৌরভের প্রশংসায় আরও একবার পঞ্চমুখ হতে দেখা যায় একাধিক ভক্তদের। ছবিতে সৌরভ একজন অপরাধীর ভূমিকায় অভিনয় করেছেন, যে অভিনয় দেখে বোঝার উপায় নেই আসল আর নকলের পার্থক্য।