কসবা গণধর্ষণকাণ্ডে অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার তিনি দাবি করেন, নানা রকমভাবে চাপ সৃষ্টি করে কলেজের একাধিক ছাত্রীকে তাঁর সঙ্গে মন্দারমণি বেড়াতে যেতে বাধ্য করেছেন অভিযুক্ত মনোজিৎ। এমনকী তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করলে নির্যাতিতাদের টাকার বিনিময়ে মিটমাট করে নিতে বলেছেন পুলিশ আধিকারিকরা।
এদিন অগ্নিমিত্রা দাবি করেন, বিভিন্ন কারণ দেখিয়ে ছাত্রীদের ওপর চাপ তৈরি করত মনোজিত। তার পর সেই ছাত্রীদের বলত, তার কথা শুনে না চললে তাদের শাস্তির মুখে পড়তে হবে। এর পরই ছাত্রীদের তার সঙ্গে মন্দারমণি বেড়াতে যাওয়ার প্রস্তাব দিত মনোজিত।
অগ্নিমিত্রা জানিয়েছেন, ছাত্রীরা পুলিশে অভিযোগ জানাতে গেলে পুলিশ তাদের টাকার বিনিময়ে মিটমাট করে নিতে বলত। পুলিশ বলত, মনোজিত পরোপকারী ছেলে। তার বিরুদ্ধে অভিযোগ নেওয়া যাবে না। এমনকী পুলিশ এ ও বলেছে, এবার টাকা নিয়ে মিটমাট করে নিন, পরের বার হলে তখন দেখা যাবে।
পুলিশ হেফাজতের মেয়াদ শেষে এদিন মনোজিতকে আদালতে পেশ করে পুলিশ। আদালতে মনোজিতের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। মনোজিত আইনজীবীদের কলঙ্ক বলে স্লোগান ওঠে।