মেঘালয়ে ফের হাড়হিম করা হত্যাকাণ্ড। প্রেমিকাকে তাঁর বাবার সামনেই গলা কেটে খুনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মেঘালয়ের পূর্ব পশ্চিম খাসি পাহাড়ের পাইন্ডেনগুমিয়ং এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত তরুণী এবং অভিযুক্তের মধ্যে কিছুদিন আগে পর্যন্ত সম্পর্ক ছিল।ইতিমধ্যে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। (আরও পড়ুন: কসবা গণধর্ষণকাণ্ডে তদন্তে নয়া মোড়, আরও ৪ জনের ওপর নজর পুলিশের)
আরও পড়ুন: করাচির ঘুম ছুটিয়ে দিতে রাশিয়া থেকে INS তমাল আনছে ভারতীয় নৌসেনা
জানা গিয়েছে, ২৪ বছর বয়সি ওই তরুণীর নাম ফিরনাইলিন খারসিন্টিউ। অভিযুক্ত যুবকের নাম রবার্তো মার্ঙ্গার। পুলিশ জানিয়েছে, সোমবার বিকেল সাড়ে ৫টার সময় ওই তরুণী তাঁর বাবার সঙ্গে মাইরাং পিন্ডেঙ্গুমিয়াং গ্রামের একটি বাজারে ক্ষেতের ফসল বিক্রি করতে গিয়েছিলেন।অভিযোগ, সেই সময় আচমকাই সেখানে গিয়ে তরুণীর সঙ্গে ঝগড়া শুরু করেন রবার্তো। তারপরেই হঠাৎ ওই যুবক ধারালো অস্ত্র বের করে তরুণীর গলা কেটে দেয়।তারপর পালানোর চেষ্টা করেন ওই যুবক। কিন্তু ঘটনাস্থলে উপস্থিত সকলে রবার্তোকে পাকড়াও করে ফেলেন। খবর দেওয়া হয় পুলিশে। রবার্তোকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।অন্যদিকে, ফিরনাইলিনকে মাইরাং সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন-হাসপাতালে ঢুকে প্রকাশ্যে প্রেমিকার গলা কাটল যুবক! প্রকাশ্যে হাড়হিম ভিডিয়ো
এক প্রত্যক্ষদর্শী পুলিশ না আসা পর্যন্ত রবার্তোকে আটকে রাখতে সাহায্য করেছিলেন। তিনি সেই মর্মান্তিক ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, 'রবার্তো পিছন থেকে এসে ফিরনাইলিনকে লাথি মারে...যখন সে মাটিতে পড়ে যায়, তখনও তাঁকে লাথি মারতে থাকে রবার্তো। প্রতিরোধ করার সময় পায়নি ফিরনাইলিন। তাঁর ঘাড় থেকে রক্তক্ষরণ হচ্ছিল। সম্ভবত রবার্তো তাঁর গলা কেটে দিয়েছিল।' এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, একটি মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। কী উদ্দেশে এই খুন তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান, ফিরনাইলিন কিছুদিন আগেই রবার্তোর সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন। এদিকে, এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা। অভিযুক্তর কঠোর শাস্তির দাবি জানান তারা। (আরও পড়ুন: ভবিষ্যতে ফের ধর্ষণের জন্যে ভিডিয়ো করতে বলা হয়, কসবা কাণ্ডে 'দাদার কীর্তি' ফাঁস)
আরও পড়ুন: বিশ্ব ট্যাঙ্ক পাওয়ারে ভারতের থেকে পিছিয়ে পাকিস্তান, বাংলাদেশ দাঁড়িয়ে কত নম্বরে?
সম্প্রতি সোনম-রাজা রঘুবংশীর ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। ছক কষে মেঘালয়ে হানিমুনে নিয়ে গিয়ে ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশীকে খুনের অভিযোগ উঠেছে তাঁর স্ত্রী সোনম ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে। এই ঘটনার জেরেই এবার মেঘালয়ে পর্যটকদের জন্য জারি হল নয়া নিয়ম।প্রাথমিক ভাবে রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে প্রশ্ন উঠেছিল মেঘালয়ে পর্যটকদের সুরক্ষা নিয়ে। রটে গিয়েছিল পর্যটকদের জন্য নিরাপদ নয় মেঘালয়। পরে এই আলোচনা পিছনে চলে গেলেও, ভবিষ্যতে পর্যটকদের নিরাপত্তা নিয়ে যাতে আর কোনও প্রশ্ন না ওঠে, তার জন্যই এই সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার।