আটদিনে ৫ দেশে সফরের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২ জুলাই অর্থাৎ বুধবার থেকে শুরু হচ্ছে সেই সফর। প্রধানমন্ত্রী মোদীর অন্যতম বড় বিদেশ সফর এটি।কারণ, এটি১০ বছরের মধ্যে প্রধানমন্ত্রীর দীর্ঘতম কূটনৈতিক সফর হতে চলেছে। একের পর এক বৈঠকে যোগ দেবেন তিনি। (আরও পড়ুন: ক'দিন আগে ট্রাম্পকে কথা শুনিয়েছিলেন মোদী, ২ নেতার সম্পর্ক এখন কেমন? মুখ খুলল USA)
আরও পড়ুন: 'নিত্যনৈমিত্তিক বিষয়…', 'পাক জিন্দাবাদ' পোস্ট শেয়ার করা বৃদ্ধকে নিয়ে কী বলল HC?
আরও পড়ুন: ৭০ বছর বয়সি পর্যটককে পহেলগাঁওয়ের হোটেলে ধর্ষণ স্থানীয় কাশ্মীরির, কী বলল আদালত?
এর আগে ২০১৬ সালে প্রধানমন্ত্রী একসঙ্গে পাঁচ দেশে সফর করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, সুইজারল্যান্ড, আফগানিস্তান ও কাতারে সে বছর ৪ থেকে ৮ জুন পর্যন্ত সফর করেছিলেন। আর এবার তিনি যাচ্ছেন ঘানা, আর্জেন্টিনা, ত্রিনিদাদ ও টোবাগো, ব্রাজিল ও নামিবিয়া। ২ থেকে ৯ জুলাইয়ের মধ্যে এই দেশগুলিতে সফর করবেন তিনি।এর আগে ২০১৫-তে ৯ দিনের সফর সেরেছিলেন মোদী। সেই তালিকায় ছিল ফিজি, অস্ট্রেলিয়া ও মায়ানমার। এমনও পরিস্থিতি তৈরি হয়েছে যে হোটেলে নয়, বিমানেই লাগেজ রেখে কর্মসূচিতে যোগ দিতে হয়েছে মোদীকে। (আরও পড়ুন: শিক্ষা হয়নি মুনিরের, ফের কি কাশ্মীরে জঙ্গি হানার ছক পাক সেনা প্রধানের?)
ঘানা
সফরের প্রথম পর্যায়ে ২ থেকে ৩ জুলাই ঘানা সফর করবেন প্রধানমন্ত্রী মোদী।তিন দশকের মধ্যে এটি হবে ভারত থেকে কোনও প্রধানমন্ত্রীর ঘানা সফর। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই সফরের সময় প্রধানমন্ত্রী ঘানার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা সারবেন, শক্তিশালী দ্বিপাক্ষিক অংশীদারিত্ব পর্যালোচনা করবেন এবং অর্থনৈতিক, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে এটিকে আরও উন্নত করার আরও উপায় নিয়ে আলোচনা হবে।ঘানার সংসদেও বক্তৃতা রাখবেন প্রধানমন্ত্রী।
ত্রিনিদাদ ও টোবাগো
ঘানা থেকে, প্রধানমন্ত্রী ৩ থেকে ৪ জুলাই দুই দিনের সফরে ত্রিনিদাদ ও টোবাগো যাবেন। ১৯৯৯ সালের পর এটি হবে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম দেশ সফর।এই সফরকালে, প্রধানমন্ত্রী মোদী ত্রিনিদাদ ও টোবাগোর প্রেসিডেন্ট ক্রিস্টিন কার্লা কাঙ্গালু এবং প্রধানমন্ত্রী কমলা পারসাদ-বিসেসারের সঙ্গে বৈঠক করবেন। তিনি দ্বীপরাষ্ট্রটির সংসদের একটি যৌথ অধিবেশনেও ভাষণ দেবেন জানা গেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ত্রিনিদাদ ও টোবাগোতে প্রধানমন্ত্রীর সফর দুই দেশের মধ্যে গভীর ও ঐতিহাসিক সম্পর্কে নতুন করে উৎসাহ যোগাবে।
আর্জেন্টিনা
সফরের তৃতীয় পর্যায়ে, প্রধানমন্ত্রী মোদী ৪ থেকে ৫ জুলাই আর্জেন্টিনা সফর করবেন। প্রতিরক্ষা, কৃষি, খনি, তেল ও গ্যাস, নবায়নযোগ্য জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগ-সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে ভারত-আর্জেন্টিনার অংশীদারিত্ব আরও বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট জাভিয়ের মাইলির সঙ্গে আলোচনা করবেন। প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক সফর ভারত ও আর্জেন্টিনার মধ্যে বহুমুখী কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করবে বলে মনে করছে ভারত।
ব্রাজিল
সফরের চতুর্থ পর্যায়ে, প্রধানমন্ত্রী মোদী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার আমন্ত্রণে ব্রাজিলে ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।শীর্ষ সম্মেলনে, প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী শাসনব্যবস্থার সংস্কার, শান্তি ও নিরাপত্তা, বহুপাক্ষিকতা জোরদারকরণ, কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার, জলবায়ু পদক্ষেপ, বিশ্বব্যাপী স্বাস্থ্য, অর্থনৈতিক ও আর্থিক বিষয়গুলি-সহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়গুলি নিয়ে মত বিনিময় করবেন। শীর্ষ সম্মেলনের ফাঁকে মোদীর বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকও হওয়ার সম্ভাবনা রয়েছে।
নামিবিয়া
সফরের শেষ পর্যায়ে, প্রধানমন্ত্রী মোদী নামিবিয়া যাবেন।এটি হবে ভারতের প্রধানমন্ত্রীর তৃতীয় নামিবিয়া সফর। তাঁর সফরকালে, প্রধানমন্ত্রী সে দেশের প্রেসিডেন্ট নেতুম্বো নন্দী-নদাইতওয়াহর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। তিনি নামিবিয়ার সংসদেও ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।