সরকারিভাবে ট্রেনের বিভিন্ন কোচের ভাড়া বৃদ্ধির তালিকা প্রকাশ করল ভারতীয় রেল। সোমবার ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, লোকাল ট্রেনের ভাড়া বাড়ানো হয়নি। শুধুমাত্র দূরপাল্লার ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছে। সর্বনিম্ন ভাড়া বাড়ানো হয়েছে হাফ পয়সা (প্রতি কিলোমিটার)। আর সর্বাধিক প্রতি কিলোমিটার দু'পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। অর্থাৎ পাঁচ বছর পরে ফের ট্রেনের ভাড়া বাড়ানোর পথে হাঁটল রেল। যদিও তারপর প্রশ্ন উঠছে যে ঘটা করে না হয় ভাড়া বাড়ানো হল। কিন্তু তাতে কি যাত্রী পরিষেবা ভালো হবে? নাকি সেই রিজার্ভড টিকিট কাটা সত্ত্বেও বিনা টিকিটের যাত্রীদের জুলুম সইতে হবে? সেই উত্তর অবশ্য নরেন্দ্র মোদী সরকার দেয়নি।
সাধারণ নন-এসি কোচের ভাড়া কত বাড়ছে (শহরতলির ট্রেন নয়)?
১) সাধারণ দ্বিতীয় শ্রেণি বা জেনারেল কোচ: প্রতি কিমিতে ০.৫ পয়সা বাড়ছে। ৫০০ কিমি পর্যন্ত দূরত্বের ক্ষেত্রে ভাড়া বাড়ছে না। ৫০১ কিমি থেকে ১,৫০০ কিমির মতো দূরত্বের ক্ষেত্রে ভাড়া বাড়ছে ৫ টাকা। ১,৫০১ কিমি থেকে ২,৫০০ কিমি দূরত্বের ক্ষেত্রে ১০ টাকা ভাড়া বাড়ছে। আর ২,৫০১ কিমি থেকে ৩,০০০ কিমির দূরত্বের ক্ষেত্রে ভাড়া বাড়ছে ১৫ টাকা।
২) সাধারণ স্লিপার কোচ: প্রতি কিমিতে হাফ পয়সা।
৩) ফার্স্ট ক্লাস (সাধারণ): প্রতি কিমিতে হাফ পয়সা।
আরও পড়ুন: মসাগ্রাম-সহ ৫০ স্টেশনে দাঁড়াবে পুরুলিয়া-হাওড়া মেমু ট্রেন! কখন? রইল টাইমটেবিল
মেল/এক্সপ্রেস ট্রেনের নন-এসি কোচের ভাড়া কত বাড়ছে?
১) দ্বিতীয় শ্রেণি (মেল/এক্সপ্রেস): প্রতি কিমিতে ১ পয়সা।
২) স্লিপার কোচ (মেল/এক্সপ্রেস): প্রতি কিমিতে ১ পয়সা।
৩) প্রথম শ্রেণি (মেল/এক্সপ্রেস): প্রতি কিমিতে ১ পয়সা।
আরও পড়ুন: রেলে রিজার্ভেশন চার্ট এবার থেকে কতক্ষণ আগে মিলবে? তৎকাল বুকিং-এর নয়া নিয়ম জানেন তো!
এসি কোচে কত ভাড়া বাড়ানো হচ্ছে?
১) এসি চেয়ার কার: প্রতি কিমিতে ২ পয়সা।
২) এসি-৩ টিয়ার বা ৩ই (থ্রি-ইকোনমি): প্রতি কিমিতে ২ পয়সা।
৩) এসি-২ টিয়ার: প্রতি কিমিতে ২ পয়সা।
৪) এসি ফার্স্ট ক্লাস বা এক্সিকিউটিভ কোচ: প্রতি কিমিতে ২ পয়সা।
লোকাল ট্রেনের ভাড়ার কী হচ্ছে?
১) শহরতলির ট্রেন (একদিকের যাত্রা): ভাড়ার পরিবর্তন হচ্ছে না।
২) সাবার্বান বা নন-সাবার্বান ট্রেনের মান্থলি: ভাড়ার পরিবর্তন হচ্ছে না।
আরও পড়ুন: বাংলায় বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরি করবে রোবট, কাজ হবে আরও দ্রুত, কবে আসবে?
রেলের তরফে জানানো হয়েছে, নয়া তালিকা অনুযায়ী তেজস রাজধানী, রাজধানী, শতাব্দী, দুরন্ত, বন্দে ভারত, হামসফর, অমৃত ভারত, তেজস, গতিমান, অন্ত্যোদয়, গরিব রথ, এসি ভিস্তাডোম কোচ, জন শতাব্দীর মতো ট্রেনের ভাড়া নির্ধারিত হবে। তবে রিজার্ভেশনের খরচ, সুপারফাস্ট ট্রেনের সারচার্জের মতো বিভিন্ন চার্জ বাড়ানো হচ্ছে না বলে রেলের তরফে জানানো হয়েছে।