এবার বিয়ের পিঁড়িতে রাইমা সেনগুপ্ত? ছোট পর্দার জনপ্রিয় মুখ তিনি। বর্তমানে তাঁকে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কথা'তে ঋতুপর্ণার চরিত্রে দেখা যাচ্ছে। তাছাড়াও নায়িকা নিজের রোজনামচা মিনি ভ্লগের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। তবে এই সবের মাঝেই হঠাৎ নিজের নতুন কোনের সাজের ছবি পোস্ট করে ভক্তদের তাক লাগিয়ে দেন।
আরও পড়ুন: অন্নপ্রাশনে 'কৃষ্ণ' সাজে রূপসা-পুত্র অগ্নিদেব, বাবা সায়নদীপ বাজালেন শাঁখ!
সোমবার দুপুরে নায়িকা এই ছবিটি সমাজ মাধ্যমের পাতায় ভাগ করে নেন। ছবিতে গোলাপি রঙের বেনারসিতে দেখা গিয়েছে নায়িকাকে। মুক্ত পুঁতি ও সোনার গয়নায় সেজে উঠেছিলেন নায়িকা। হাতে শাঁখা, পলা, কপালে লাল টিপ সঙ্গে হালকা কল্কা, মাথায় শোলার মুকুট, নাকে নথ, মাথায় টিকলি ও ভেল পরে খুব মিষ্টি দেখাচ্ছিল অভিনেত্রীকে। তবে মেহেন্দি নয়, বরং বাঙালিআনা বজায় রেখে হাতেও আলতা পরেছিলেন নায়িকা।
আরও পড়ুন: 'শ্মশানযাত্রা দেখতে হল, মানতে পারছি না…', কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ চিরঞ্জিৎ
তাঁর এই ছবি প্রকাশ্যে আসতেই অনেকে অনুমান করেন, নায়িকা কি তবে বিয়ের পিঁড়িতে বসছেন এই আষাঢ়ে? না না আসলে অভিনেত্রী মেগার জন্য এ ভাবে সেজেছেন। 'কথা'য় এখন অফিসার সরকার অর্থাৎ 'কথা'র দেওর প্রত্যয়ের সঙ্গে তাঁর থুড়ি ঋতুপর্ণার বিয়ের ট্র্যাক চলছে। সেখানে ইতিমধ্যেই গায়ে হলুদও হয়ে গিয়েছে। সেখানেই এবার নব বধূর বেশে সেজে উঠতে দেখা যাবে নায়িকাকে। ছবি পোস্ট করে তিনি ক্যাপশনেও সেই কথাই লেখেন। তিনি লেখেন, ‘ঋতুপর্ণার টাইমলাইন থেকে।’
আরও পড়ুন: মেয়েকে কোলে নিয়ে জন্মদিনে কেক কাটলেন সুদীপ! ‘বাবা কে ছাড়া বাবা হিসেবে…’, আবেগে ভাসলেন অনিন্দিতা
তাঁর এই ছবি দেখেই ভালোবাসায় ভরে দিয়েছেন নেটিজেনরা। একজন লেখেন, ‘অফিসার সরকার বউ বলে কথা।’ আর একজন লেখেন, ‘রাইমা, বাহঃ তুমি অপূর্ব ও অপরূপ সুন্দর লাগছো আর মিষ্টি তোমার হাসি।’ আর এক অনুরাগী লেখেন, ‘নতুন বউ যে।’ আর এক ব্যক্তি লেখেন, দারুণ দি দারুণ, একদম লক্ষ্মী প্রতিমার মতো লাগছে।'
আরও পড়ুন: মারণরোগে আক্রান্ত ‘আরণ্যক’, তার মাঝেই নতুন নায়কের এন্ট্রি 'রোশনাই'-এ! কোন অভিনেতাকে দেখা যাবে?
প্রসঙ্গত, 'কথা' ছাড়াও বেশ কিছু মেগায় দেখা গিয়েছিল নায়িকাকে। রাইমার দিদি মানসী সেনগুপ্তও একজন জনপ্রিয় অভিনেত্রী। তাঁকে স্টার জলসার আসন্ন ধারাবাহিক ‘রাজ রাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিকে দেখা যাবে। এর আগে অভিনেত্রীকে শেষ ’নিম ফুলের মধু' ধারাবাহিকে দেখা গিয়েছিল।