বিহারের বিধানসভা নির্বাচনের আগে ঝুঁকি নিল না কেন্দ্রীয় সরকার। ২০২৫ সালের প্রথম পাঁচ মাসের মধ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) তিনবার রেপো রেট কমিয়ে দিলেও ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের ক্ষেত্রে সেই পথে হাঁটল না অর্থ মন্ত্রক। ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে সুদের হার যা ছিল, দ্বিতীয় ত্রৈমাসিকে তার কোনও পরিবর্তন করা হল না। অর্থাৎ ২০২৫ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের ক্ষেত্রে যে হারে সুদ পেয়েছেন, আগামী জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সেটাই পাবেন। যা বড়সড় চমক বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কারণ অনেকেই ভেবেছিলেন যে যেভাবে রেপো রেট কাটছাঁট করা হয়েছে, তাতে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার কমিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: স্লিপার, জেনারেল বা এসি - ট্রেনের কোন কোচে কত ভাড়া বাড়ছে? আসল তালিকা দেখাল রেল
ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার কত থাকছে?
১) সেভিংস ডিপোজিট: ৪ শতাংশ।
২) ১ বছরের টার্ম ডিপোজিট: ৬.৯ শতাংশ।
৩) ২ বছরের টার্ম ডিপোজিট: ৭ শতাংশ।
৪) ৩ বছরের টার্ম ডিপোজিট: ৭.১ শতাংশ।
৫) ৫ বছরের টার্ম ডিপোজিট: ৭.৫ শতাংশ।
৬) রেকারিং ডিপোজিট: ৬.৭ শতাংশ।
৭) সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম: ৮.২ শতাংশ।
৮) মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিম: ৭.৪ শতাংশ।
৯) ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে (এনএসসি): ৭.৭ শতাংশ।
১০) পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ): ৭.১ শতাংশ।
১১) কিষান বিকাশ পত্র (১১৫ মাস): ৭.৫ শতাংশ।
১৩) সুকন্যা সমৃদ্ধি যোজনা: ৮.২ শতাংশ।
আরও পড়ুন: মসাগ্রাম-সহ ৫০ স্টেশনে দাঁড়াবে পুরুলিয়া-হাওড়া মেমু ট্রেন! কখন? রইল টাইমটেবিল
টানা ৬ বার সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্র
আর কেন্দ্রীয় সরকারের সেই সিদ্ধান্তের ফলে টানা ছ'টি ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার অপরিবর্তিত রাখা হল। যে প্রকল্পগুলি মূলত পোস্ট অফিস এবং ব্যাঙ্কে চালু আছে। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হারে শেষ পরিবর্তন করা হয়েছিল ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে (২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের মার্চ)।
আরও পড়ুন: সরল নিম্নচাপ, মঙ্গলেও ভাসবে বাংলার ৯ জেলায়, ভারী বৃষ্টি চলবে টানা ৬ দিন, কোথায়?
কোন স্কিমে সুদের হার কীভাবে হিসাব করা হয়?
১) সেভিংস ডিপোজিট: বার্ষিক।
২) ১ বছরের টার্ম ডিপোজিট: ত্রৈমাসিক।
৩) ২ বছরের টার্ম ডিপোজিট: ত্রৈমাসিক।
৪) ৩ বছরের টার্ম ডিপোজিট: ত্রৈমাসিক।
৫) ৫ বছরের টার্ম ডিপোজিট: ত্রৈমাসিক।
৬) রেকারিং ডিপোজিট: ত্রৈমাসিক।
৭) সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম: ত্রৈমাসিক।
৮) মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিম: মাসিক।
৯) ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে (এনএসসি): বার্ষিক।
১০) পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ): বার্ষিক।
১১) কিষান বিকাশ পত্র (১১৫ মাস): বার্ষিক।
১৩) সুকন্যা সমৃদ্ধি যোজনা: বার্ষিক।