কলকাতায় এলেন শেহনাজ গিল। কলকাতা বিমান বন্দরে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা দিলেন নায়িকা। তবে তিনি একা নন। গিপ্পি গ্রেওয়ালকেও কলকাতা বিমান বন্দরে দেখা গিয়েছে। কিন্তু হঠাৎ কেন শহরে আগমন? শোনা গিয়েছে এবার এসভিএফ -এর প্রযোজনায় ছবি করতে চলেছেন তাঁরা।
আরও পড়ুন: 'মায়ের স্নেহ থেকে বঞ্চিত…', সিঙ্গল ফাদার হওয়া নিয়ে কটূক্তি! একা ঘরে কেঁদেছিলেন করণ
কলকাতায় কেন এলেন শেহনাজ গিল ও গিপ্পি গ্রেওয়াল?
তবে খুলে বলা যাক, সোমবার সন্ধ্যায় হঠাৎই বিমান বন্দরে দেখা মেলে শেহনাজের। বেবি পিঙ্ক রঙের টপ, হালকা ধূসর জিন্স, মাথায় টুপি ও মুখে মাস্ক পরে দেখা যায় অভিনেত্রীকে। তার পর পরই দেখা মেলে গিপ্পি গ্রেওয়ালের। তাঁর পরনে ছিল সবুজ রঙের টি শার্ট ও টাইজার।
আরও পড়ুন: মাথায় শোলার মুকুট, পরনে বেনারসি, এবার বিয়ের পিঁড়িতে রাইমা? পাত্র কে জানেন?
বিমান বন্দর থেকে নায়িকা বের হতেই তাঁকে ঘিরে ধরেন পাপারাৎজিরা। নিজেকে খানিকটা আড়ালে রাখতেই মুখে মাস্ক পরে ছিলেন নায়িকা। কিন্তু পাপারাৎজিদের চোখ এড়ানো মুশকিল। তবে খানিক দ্বিধা তাঁর মধ্যেও ছিল। তাই বেশ উৎসাহী হয়েই তিনি পাপারাৎজিদের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন যে, তাঁরা গণমাধ্যমের কর্মী কিনা? তাঁদের দিক থেকে সম্মতিসূচক উত্তর আসে। তারপর মাস্ক ছাড়াও দেখা মেলে নায়িকাকে। তারপর তিনি গাড়িতে উঠে পড়েন। কিন্তু গাড়িতে ওঠার আগে সাংবাদিকদের ধন্যবাদ জানাতে ভোলেন না। অন্যদিকে, পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েন গিপ্পি গ্রেওয়ালও।
কিন্তু হঠাৎ করে এবার শহর কলকাতায় তাঁদের আসার কারণ কী? প্রযোজনা সংস্থার সঙ্গে যোগাযোগ করলে জানা যায় যে ছবির কাজের জন্যই তাঁরা শহরে এসেছেন। একটি পাঞ্জাবি ছবিতে দেখা যাবে তাঁদের। ছবির নাম 'সিং ভার্সেস কৌড় ২'। এই ছবির হাত ধরেই অনেক দিন পর একসঙ্গে কাজ করতে দেখা যাবে গিপ্পি গ্রেওয়াল এবং শেহনাজ গিলকে। কলকাতায় ছবির শ্যুটিং শুরু হবে। সেই কারণেই তাঁরা এসেছেন তিলোত্তমায়।
আরও পড়ুন: অন্নপ্রাশনে 'কৃষ্ণ' সাজে রূপসা-পুত্র অগ্নিদেব, বাবা সায়নদীপ বাজালেন শাঁখ!
এই ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে এসভিএফ এন্টারটেইনমেন্ট। ছবিটি পরিচালনা করছেন নবনীত সিং। এই ছবির হাত ধরেই ফের গিপ্পি গ্রেওয়ালের সঙ্গে নতুন করে জুটি বাঁধতে চলেছেন শেহনাজ গিল। বর্তমানে তিনটি গুরুত্বপূর্ণ জায়গায় শ্যুটিং শুরু হয়েছে। খবর কলকাতায় আগামিকাল থেকেই শুরু হবে ছবির শ্যুটিং।