টেলি দুনিয়ার পরিচিত একটি মুখ হল অলিভিয়া সরকার। ওয়েব সিরিজ থেকে বড়পর্দা, সর্বত্রই অভিনেত্রীর অভিনয় প্রশংসিত হয়েছে বারবার। ডান্স বাংলা ডান্স - এর মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। এবার ভারতের গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশ পাড়ি দিলেন নায়িকা।
ব্রেকআপ স্টোরি, এই আমি রেনু, সীমারেখা, রক্তবিলাপ, আবার অরণ্যের দিনরাত্রি সহ একাধিক প্রজেক্টে কাজ করেছেন তিনি। তবে মন্টু পাইলট সিরিজে কাজ করে বিশেষভাবে প্রশংসিত হয়েছিলেন অলিভিয়া। টলিউডের পাশাপাশি বলিউডেও কাজ করেছিলেন তিনি। এবার পাড়ি দিলেন ভিনদেশে।
আরও পড়ুন: কেউ বলছেন হৃতিক,কেউ রজনীকান্ত, প্রশংসা পেয়েও কেন উল্টো সুর গাইলেন ঋত্বিক?
আরও পড়ুন: বাবার অপমানের বদলা নিতে মেয়ে খুলবে ব্যাঙ্ক, মুক্তি পেল ‘লক্ষ্মীঝাঁপি’-র প্রমো
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ওপার বাংলার একটি মিউজিক ভিডিয়োয় কাজ করেছেন তিনি। আদিব কবিরের সুরে এবং রবিউল ইসলাম এর জীবনের লেখায় তৈরি হওয়া এই গানে দেখা যাবে নায়িকাকে। গানের নাম সোনা জান।
দুষ্টু কোকিল খ্যাত গায়িকা কণার কন্ঠে এই গানটি শুনতে পাওয়া যাবে। মনে করা হচ্ছে, মিমি চক্রবর্তীর পর এবার দুই বাংলায় জনপ্রিয় হওয়ার পালা অলিভিয়ার। অলিভিয়ার সঙ্গে অভিনয় করবেন অমিত পাল। কেএম মিউজিকের ব্যানারে মুক্তি পাবে গানটি।
এই গান প্রসঙ্গে আজকাল বাংলাকে অলিভিয়া বলেন, ‘ওপার বাংলায় কাজ করে যতটা ভালো লেগেছে ,তার বেশি সম্মান পেয়েছি। শুধু ভালো কাজ করলে হয় না, তার পাশাপাশি মানসিক শান্তির প্রয়োজন থাকে। খুব সুন্দর পরিবেশে কাজ করতে পেরে ভীষণ আনন্দ হচ্ছে।’
আরও পড়ুন: মায়ের প্রতি সন্তানের ক্ষোভ জন্ম দিল অজানা রহস্যের, মুক্তি পেল ‘ডিয়ার মা’ ছবির টিজার
আরও পড়ুন: ‘ওয়েলকাম বেবি…’, সদ্য ছেলের মা হয়েছেন, পরিবারে ফের নতুন সদস্যকে স্বাগত জানালেন মানসী?
প্রসঙ্গত, বাপ্পা রায় ও ফুলস্টপ.কম ছবিতে অভিনয় করতে দেখা যাবে অলিভিয়াকে। সুযোগ বন্দ্যোপাধ্যায় রচিত একটি জনপ্রিয় কমিক সিরিজের ওপর নির্ভর করে ছবিটি তৈরি করা হয়েছে। ছবিতে রাপ্পা নামক গোয়েন্দা চরিত্রে অভিনয় করবেন অর্পণ ঘোষাল।