পরিচালক করণ জোহর সম্প্রতি এক সাক্ষাৎকারে সিঙ্গল ফাদার হিসেবে তাঁর জীবনের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তগুলির কথা প্রকাশ করেছেন। করণ জানিয়েছেন যে, মা ছাড়া সন্তানকে লালন-পালনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা একটি মন্তব্য তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছিল।
আরও পড়ুন: মাথায় শোলার মুকুট, পরনে বেনারসি, এবার বিয়ের পিঁড়িতে রাইমা? পাত্র কে জানেন?
মোজো স্টোরিতে বরখা দত্তকে দেওয়া এক সাক্ষাৎকারে, করণ জানান যে, তাঁকে খুব কঠোর মন্তব্যের মুখোমুখিও হতে হয়েছিল। তাঁকে বলা হয়েছিল, 'আপনি কি বুঝতে পারছেন যে, আপনি আপনার সন্তানদের মায়ের স্নেহ থেকে বঞ্চিত করেছেন?'
এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা শুনে আমি মুষড়ে পড়েছিলাম। এটা শুনে প্রথমবারের জন্য আমি আমার সিঙ্গল ফাদার হওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলাম। আমি বিশ্বাস করি আমি ওদের জন্য সব কিছু হতে পারি। আমি ওদের মা, ওদের বাবা, ওদের দাদু-দিদা। আমার মধ্যে সেই ভালোবাসা আছে। কিন্তু এই মন্তব্য আমাকে দ্বিধাগ্রস্ত করে তুলেছিল। আমি বার বার ভাবছিলাম যে, আমি কি আদৌও ঠিক করেছি?’
আরও পড়ুন: অন্নপ্রাশনে 'কৃষ্ণ' সাজে রূপসা-পুত্র অগ্নিদেব, বাবা সায়নদীপ বাজালেন শাঁখ!
প্রসঙ্গত, ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হওয়া করণকে প্রায়শই পিতৃত্ব তাঁর জীবনকে কীভাবে বদলে দিয়েছে তা নিয়ে কথা বলতে শোনা যায়। তবে এই মন্তব্য তাঁকে দ্বিধায় ফেলেছিল।
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘যেদিন আমি এই মন্তব্যটা পড়েছিলাম, তখন আমার অনেকটা মুহূর্ত কেটে যায়। আমি খুব ভেঙে পড়েছিলাম। আমি আমার ঘরে একা বসে ছিলাম এবং কাঁদছিলাম। তারপর আমি ওদের ঘরে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম, ‘তোমরা কি আদৌও ভালো আছ?’ ওরা তখন বলেছিল, 'হ্যাঁ, খুব খুশি।' আমি ওঁদের জিজ্ঞাসা করেছিল, ‘কেন?’ ওঁরা কেবল বলেছিল, ‘কারণ তুমি আমাদের দাদা তাই।’
করণ জোহরের কাজ সম্পর্কে
করণ জোহর বর্তমানে ‘The Traitors’ হোস্ট করছেন, এটি আমাজন প্রাইমে দেখা যাচ্ছে। এই রিয়েলিটি শো-এর প্রথম সিজনে রাজ কুন্দ্রা, লক্ষ্মী মাঞ্চু, সাহিল সালাথিয়া, মাহিপ কাপুর, মুকেশ ছাবরা, রাফতার, এলনাজ নরুজি, জান্নাত জুবায়ের, জাহ্নবী গৌর, সুফি মতিওয়ালা, আনশুলা কাপুর, অপূর্বা মূখিজা, পূজা মুখী, সুধা পাঁজা, নীহাজা, হর্ষ গুজরাল, জেসমিন ভাসিন এবং উরফি জাভেদ- সহ ২০ জন সেলিব্রিটি ছিলেন।