গত বছর ধরে ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের মধ্যে দ্বন্দ্ব হয়েই যাচ্ছে। কিছু মাস আগেও এই লড়াইয়ের কথা উঠে এসেছিল সংবাদমাধ্যমের শিরোনামে। এবার আবার সমস্যার সম্মুখীন হলেন অনির্বাণ ভট্টাচার্য। নির্ধারিত সময়ে শুরু করতে পারলেন না মিউজিক ভিডিওর কাজ।
গত ১ মে ফেডারেশনের মেগা মিটিং হওয়ার পর শুনতে পাওয়া যাচ্ছিল, পরমব্রত চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য সহ বেশ কয়েকজন পরিচালককে বয়কট করেছেন কলাকুশলীরা। সেই আশঙ্কা সত্যি করেই ১৪ মে অনির্বাণ ভট্টাচার্যের বাংলা ব্যান্ড হুলিগানিজম - এর তৃতীয় গানের শুটিং বন্ধ করে দেওয়া হয়।
আরও পড়ুন: কেউ বলছেন হৃতিক,কেউ রজনীকান্ত, প্রশংসা পেয়েও কেন উল্টো সুর গাইলেন ঋত্বিক?
আরও পড়ুন: বাবার অপমানের বদলা নিতে মেয়ে খুলবে ব্যাঙ্ক, মুক্তি পেল ‘লক্ষ্মীঝাঁপি’-র প্রমো
এবার আবার আটকে গেল অনির্বারের মিউজিক ভিডিওর শুটিং। জানা গিয়েছে, সোমবার অর্থাৎ তিরিশ জুন যোগেশ মাইমে অনির্বাণের মিউজিক অ্যালবামের শুটিং করার কথা ছিল। কিন্তু যথাসময়ে পরিচালক যথাস্থানে চলে এলেও সেটে হাজির ছিলেন না কলাকুশলীরা।
কেন এই অসহযোগিতা না জানা গেলেও সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে, রবিবার রাতেই নাকি টেকনিশিয়ানরা জানিয়ে দিয়েছিলেন তাঁরা অনির্বাণের মিউজিক ভিডিওর শ্যুটিংয়ে কাজ করবেন না তারা। তবে শুধু এই একটি মিউজিক ভিডিও নয়, অনির্বাণের একটি ছবির কাজ নাকি স্থগিত রয়েছে।
আরও পড়ুন: মায়ের প্রতি সন্তানের ক্ষোভ জন্ম দিল অজানা রহস্যের, মুক্তি পেল ‘ডিয়ার মা’ ছবির টিজার
আরও পড়ুন: ‘ওয়েলকাম বেবি…’, সদ্য ছেলের মা হয়েছেন, পরিবারে ফের নতুন সদস্যকে স্বাগত জানালেন মানসী?
প্রসঙ্গত, অনির্বাণ একজন অভিনেতা হওয়ার পাশাপাশি একজন পরিচালকও। ফেডারেশনের এই সমস্যায় তাই বেশ বিপাকেই পড়েছেন তিনি। অন্যদিকে আর্টিস্ট ফোরাম ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, নতুন ডিরেক্টরস গিল্ড এবং ফেডারেশনের সমস্যার মধ্যে তারা মাথা গলাবে না। এইসব মিলিয়ে এখন অনির্বাণের কাজ যে বিশ বাও জলে, তা বলাই বাহুল্য।