বার্বাদোজে টি২০ বিশ্বকাপ জয়ের পর এক বছর কেটে গেছে। ১১ বছর পর ২০২৪ সালের জুনের শেষে এসে অবশেষে আইসিসির ট্রফির খরা কাটায় বিরাট কোহলি , রোহিত শর্মারা। ফাইনাল ম্যাচে বুমরাহর দুরন্ত বোলিং, হার্দিকের অনবদ্য বোলিংয়ের পাশাপাশি বিরাটের ধৈর্যশীল ইনিংসই টিম ইন্ডিয়াকে জেতায়। রোহিতের ক্যাপ্টেন্সি এবং সূর্যকুমার যাদবের ক্যাচেরও প্রশংসা করতে হবে ভারতের টি২০ বিশ্বকাপ জয়ের জন্য।
আপাতত ভারতীয় দল রয়েছে বার্মিংহ্যামে। সেখানেই গতবার টি২০ বিশ্বকাপজয়ী দলের বেশ কয়েকজন সদস্য উপস্থিত রয়েছেন। টেস্ট থেকে রোহিত বিরাটরা অবসর নেওয়ায় তাঁরা না থাকলেও আর্শদীপ সিং, ঋষভ পন্ত, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজারা কেক কেটে সেলিব্রেশন করলেন ইংল্যান্ডে। ২ জুলাই থেকে বার্মিংহ্যামে শুরু ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। তাঁর আগেই টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা হোটেলে কেক কেটে টিম মেন ইন ব্লুজদের টি২০ বিশ্বকাপ জয়ের বর্ষপূর্তি সেলিব্রেট করলেন। আর সেখানেই ঋষভ পন্ত এবং বুমরাহ মজাদার বক্তব্য রাখলেন রবীন্দ্র জাদেজাকে নিয়ে। শুনে পাল্টা জাদ্দুও মজা করে যা বললেন তা দর্শকদের শুনতেই হবে এই ভিডিয়োয়।
ভারতীয় দল এই মূহূর্তটাকে উপভোগ করতে দুটি কেক কাটে। একটিকে লেখা ছিল টিম ইন্ডিয়া, অপরটিতে চ্যাম্পিয়ন্স টি২০ ওয়ার্ল্ড কাপ ২০২৪। প্রথমে কোনও ক্রিকেটারই কেক কাটতে চাইছিলেন না। সিরাজ, আর্শদীপ, পন্তরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে একে অপরকেই কেক কাটতে বলছিলেন। এরপর জসপ্রীত বুমরাহই এগিয়ে এসে কেক কাটার সিদ্ধান্ত নেন। যিনি গতবারও কঠিন সময় ফাইনালে এগিয়ে এসে দুরন্ত দুই ওভারের স্পেলে প্রোটিয়াদের বিপর্যস্ত করে দিয়েছিলেন। বুমরাহকে সিরাজ এবং আর্শদীপ সিং অনুরোধ করতে থাকেন, কেক কাটার জন্য।
এরপর রবীন্দ্র জাদেজাকে নিয়েই মজার উক্তি করেন ঋষভ পন্ত। তিনি বিসিসিআইয়ের দেওয়া ভিডিয়োতে কেক কাটার মূহূর্তে বলেন যে তাঁরা রবীন্দ্র জাদেজার অবসরের ১ বছর পূর্তিও উদযাপন করছেন। যদিও এরপর জাদেজাও তাঁকে মনে করিয়ে দেন, এখনও তিনি ক্রিকেটের বাকি দুই ফরম্যাটে খেলছেন, শুধুই টেস্ট থেকে অবসর নিয়েছেন।
ইংল্যান্ডে খারাপ সময়ের মধ্যেও ক্রিকেটাররা নিজেদের মধ্যে কেক কেটে, কেক খাইয়ে কিছুটা ফিল গুড মেজাজে থাকার চেষ্টা করেন। এমন সময় একটু খোলামেলা থাকার যে অত্যন্ত প্রয়োজন রয়েছে সেকথা বলাই বাহুল্য। ২ জুলাই থেকে শুরু দ্বিতীয় টেস্ট ম্যাচে বার্মিংহ্যামে, সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে সেই ম্যাচ জিততে মরিয়া টিম ইন্ডিয়া।