প্রত্যাশা মতোই জিম্বাবোয়ের বিরুদ্ধে বুলাওয়ে টেস্টের প্রথম ইনিংসে বড়সড় লিড নিল দক্ষিণ আফ্রিকা। আপাতত দ্বিতীয় দিনের শেষে রীতিমতো চালকের আসনে দেখাচ্ছে টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন প্রোটিয়াদের।
টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথম দিনে ৯০ ওভার ব্যাট করে ৯ উইকেটের বিনিময়ে ৪১৮ রান সংগ্রহ করে। দ্বিতীয় দিনে নতুন করে ব্যাট করতে নামেনি প্রোটিয়া দল। তারা ইনিংস ডিক্লেয়ার করে দেয়।
দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেককারী লুয়ান দ্রে প্রিটোরিয়াস ১৬০ বলে ১৫৩ রানের আগ্রাসী ইনিংস খেলেন। তিনি ১১টি চার ও ৪টি ছক্কা মারেন। করবিন বশ ১২৪ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন। তিনি ১০টি চার মারেন। অপর অভিষেককারী ডেওয়াল্ড ব্রেভিস ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪১ বলে ৫১ রান করে মাঠ ছাড়েন।
জিম্বাবোয়ের হয়ে প্রথম ইনিংসে ৮৩ রানে ৪টি উইকেট নেন তানাকা শিভাঙ্গা। ৫৯ রান খরচ করে ২টি উইকেট দখল করেন ব্লেসিং মুজারাবানি। ১টি উইকেট নেন ওয়েলিংটন মাসাকাদজা।
দ্বিতীয় দিনে পালটা ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ২৫১ রানে। তারা ব্যাট করে সাকুল্যে ৬৭.৪ ওভার। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে ১৬৭ রানের লিড পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
জিম্বাবোয়ের হয়ে ১৬৪ বলে ১৩৭ রান করেন শন উইলিয়ামস। তিনি ১৬টি চার মারেন। কেরিয়ারের ২১ নম্বর টেস্টে মাঠে নেমে এই নিয়ে ৬টি শতরান করলেন উইলিয়ামস। তিনি ৬টি হাফ-সেঞ্চুরিও করেছেন।
এছাড়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩৬ রানের যোগদান রাখেন ক্যাপ্টেন ক্রেগ আরভাইন। বাকিরা বলার মতো রান করতে পারেননি। প্রোটিয়াদের হয়ে প্রথম ইনিংসে ৫০ রান খরচ করে ৪ উইকেট নেন উইয়ান মাল্ডার। ৪২ রান খরচ করে ৩টি উইকেট নেন প্রথমবার টেস্ট খেলতে নামা কডি ইফসুফ। ৭০ রানে ৩ উইকেট দখল করেন ক্যাপ্টেন কেশব মহারাজ।
দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ১ উইকেটের বিনিময়ে ৪৯ রান সংগ্রহ করেছে। মাত্র ১ রান করে শিভাঙ্গার বলে আউট হয়েছেন ম্যাথিউ ব্রিৎজকে। টনি ডি'জর্জি ২২ ও উইয়ান মাল্ডার ২৫ রানে অপরাজিত থাকেন। অর্থাৎ, প্রথম ইনিংসের লিড মিলিয়ে দক্ষিণ আফ্রিকা এখনই এগিয়ে রয়েছে ২১৬ রানে।