সপ্তাহের প্রথম দিনেই বড়সড় বিঘ্ন মেট্রো পরিষেবায়। কলকাতায় রাতভর ভারী বৃষ্টি। আর তার জেরে সোমবার সকালে মেট্রোর আপ লাইনে জল জমে যায়। তার জেরে মেট্রো চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। বন্ধ করে দেওয়া হয় মহাত্মা গান্ধী রোড থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত পরিষেবা। আপাতত মেট্রো চলছে ভাঙা রুটে। একদিকে দমদম থেকে গিরিশ পার্ক পর্যন্ত, অন্যদিকে ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত। মাঝখানের লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ। মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, জল সরানো না গেলে আপ লাইনে ট্রেন চালানো সম্ভব নয়।
আরও পড়ুন: পার্পল লাইনে আজ মেট্রোর জন্য অপেক্ষা করতে হবে একটু বেশি! শেষ মেট্রো ক'টায়?
সোমবার সকালে এই পরিস্থিতির জেরে সকাল সকাল নাকাল যাত্রীরা। অনেকেই স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেন থেকে নেমে বাস বা অ্যাপ ক্যাব ধরার চেষ্টা করছেন। শুধু তাই নয়, এর প্রভাব পড়েছে মেট্রো স্টেশনের চলমান সিঁড়িতেও। বিশেষ করে ময়দান স্টেশনে যাত্রী ভিড় এতটাই বেড়েছে যে, সেখানকার চলন্ত সিঁড়ি বন্ধ করে দিতে হয়েছে। বিভিন্ন স্টেশনে আটকে আছে একাধিক ট্রেন। অফিস টাইমে এমন বিভ্রাটে বিরক্ত যাত্রীরা। কেউ কেউ সময়মতো কর্মস্থলে পৌঁছতে পারছেন না, আবার কেউ নেটওয়ার্ক সমস্যার কারণে ফোনে যোগাযোগও করতে পারছেন না।
মেট্রো সূত্রে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে এই ঘটনা নতুন নয়। এর আগেও গত শনিবার বিকেলে একই ধরনের বিপত্তি হয়েছিল দক্ষিণেশ্বর-কবি সুভাষ মেট্রো লাইনে। সেদিন যতীন দাস পার্ক ও নেতাজি ভবন স্টেশনের মাঝে হঠাৎ কংক্রিটের নিকাশি নালায় জল জমে যায়। ফেটে যায় একটি জল পাইপ। ফলে বিদ্যুৎবাহী থার্ড রেলে সমস্যা দেখা দেয়। সম্ভাব্য বিপদ এড়াতে সঙ্গে সঙ্গে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করা হয় বিদ্যুৎ সংযোগও। ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি সামাল দেন মেট্রো কর্মীরা। দু’দিনের মাথায় ফের একই ছবি উঠে আসায় মেট্রোর নিকাশি ব্যবস্থার উপর উঠছে প্রশ্ন। বর্ষা তো সবে শুরু এইভাবে বারবার জল জমে পরিষেবা বন্ধ হলে আগামী দিনে বড় ভোগান্তির মুখে পড়তে হতে পারে শহরবাসীকে। এমনটাই আশঙ্কা যাত্রীদের একাংশের। লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এই মেট্রোর উপর ভরসা করেন। তাঁদের যাত্রাপথে এমন বারবার বাধা রীতিমতো চিন্তার বিষয়।