কলকাতায় এসে পৌঁছলেন কসবাকাণ্ডে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দ্বারা গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং দলের সদস্যরা। আর বিমানবন্দরে নেমেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ করলেন দলের অন্যতম সদস্য বিপ্লব দেব।
এদিন বিপ্লব দেবকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লববাবু বলেন, ‘আমরা কলকাতার পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিলাম, মুখ্যসচিবের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিলাম। কিন্তু পাইনি। মমতা বন্দ্যোপাধ্যায় হাথরসে, পহেলগাঁওয়ে প্রতিনিধিদল পাঠাবেন, কিন্তু বিরোধী কোনও দল তাঁর রাজ্যে প্রতিনিধিদল পাঠালে তিনি সহযোগিতা করবেন না। এখানে অগণতান্ত্রিক মানসিকতাসম্পন্ন সরকার চলছে। মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে একের পর এক রেপ হচ্ছে। তাও এমন এমন সব শিক্ষাপ্রতিষ্ঠানে, মেডিক্যাল কলেজে, আইন কলেজে… তার পর তাদের নেতাদের যা মন্তব্য… কেউ বলছে, বন্ধুদের মধ্যে হয়ে যেতে পারে। কেউ বলছে সিপিএমের কাজ। কেউ প্রতিবাদ করলে তাকে বলা হচ্ছে ষড়যন্ত্র করছে, হাত পা ভেঙে দেব। এই মানসিকতার জন্যই ধর্ষণ আরও বেশি করে হচ্ছে। বাংলায় মহিলাদের কোনও নিরাপত্তা নেই।’
মূল অভিযুক্ত মনোজিত মিশ্রকে নিয়ে বিপ্লব দেব বলেন, ‘২০১৩ সাল থেকেই ওর কাহিনী আছে। তৃণমূল সব নেতাদের সঙ্গে ওর ছবি প্রমাণ করে। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা সবাই প্রত্যক্ষভাবে তৃণমূলের সঙ্গে যুক্ত। এরা পেশাদারি ধর্ষক। তৃণমূল করে বলে এদের মাফ করে দেওয়া হয়েছে। এই ঘটনা স্টেট স্পনসর্ড।’