দিল্লি প্রিমিয়র লিগ গতবছর থেকেই বেশ নজর কেড়েছে। অনেক ক্রিকেটারই গতবার দিল্লি প্রিমিয়র লিগে নজর কাড়ার পর এবারের আইপিএলের নিলামের আগে নজরে এসেছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর। এবারের দিল্লি প্রিমিয়র লিগেরও দামামা বেজে গেল। আসন্ন ৫ জুলাই রয়েছে দিল্লি প্রিমিয়র লিগের নিলাম।
কিন্তু মরশুম শুরুর আগেই দিল্লি প্রিমিয়র লিগ নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে, কারণ দিল্লির দুই সেরা তারকা ক্রিকেটারের সন্তান, আত্মিয়রাই এবারের ডিপিএল মাতাতে চলেছেন। বিরাট কোহলির ভাইপো এবং বীরেন্দ্র সেহওয়াগের ছেলে এই ডিপিএলে অংশ নিতে চলেছেন। বিরাটের ভাইপোর নাম আর্যবীর কোহলি, এবং বীরেন্দ্র সেহওয়াগের ছেলে আর্যবীর সেহওয়াগও নিলামে নাম লিখিয়েছেন।
বিরাটের ভাইপো আর্যবীর কোহলি ওয়েস্ট দিল্লি ক্রিকেট অ্যাকাডেমিতে রাজকুমার শর্মার কাছে অনুশীলন করেন, তিনি লেগ স্পিনার। তাঁকে সি ক্যাটাগরিতে রাখা হয়েছেন। তিনি অনূর্ধ্ব ১৬ ক্রিকেটার হিসেবে এই লিস্টে জায়গা পেয়েছেন।
আর বীরুর ১৭ বছর বয়সী ছেলে আর্যবীরও রয়েছে তালিকায়। তিনি এর আগে অনূর্ধ্ব ১৯ পর্যাতে রাজ্যস্তরে ক্রিকেট খেলেছে। সেখানে মেঘালয়ের বিরুদ্ধে ২৯৭ রানও করেছিলেন। তাঁকে বি ক্যাটাগরিতে রাখা হয়েছে, তাঁর ছোটভাই বেদান্ত সেহওয়াগও রয়েছে বি তালিকায়। বেদান্ত এর আগে দিল্লির হয়ে অনূর্ধ্ব ১৬ বিভাগে খেলেছে।
দ্বিতীয় সংস্করণে দিল্লি প্রিমিয়র লিগে দুই নতুন ফ্র্য়াঞ্চাইজি যুক্ত হতে চলেছে। একটি দল হল আউটার দিল্লি এবং অপর দলটি হল নিউ দিল্লি ফ্র্যাঞ্চাইজি। বাকি ছয়টি দল হল ইস্ট দিল্লি রাইডার্স, নর্থ দিল্লি স্ট্রাইকার্স, ওয়েস্ট দিল্লি লায়ন্স, সাউথ দিল্লি সুপারস্টার্জ, পুরানি দিল্লি ৬ এবং সেন্ট্রাল দিল্লি কিংস।
প্রথম সংস্করণে ইস্ট দিল্লি রাইডার্স দল চ্যাম্পিয়ন হয়েছিল, ফাইনালে তাঁরা ৩ রানে হারিয়ে দেয় সাউথ দিল্লি সুপারস্টার্সকে। প্রিয়াংশ আর্যর মতো ক্রিকেটাররা এই দিল্লি প্রিমিয়র লিগ থেকেই উঠে আসেন, এরপর এবারে পঞ্জাব কিংসের হয়ে নজর কাড়েন। দিগ্বেশ রাঠিও এই ডিপিএল থেকে উঠে আসেন, তাঁকে লখনউ সুপার জায়ান্ট ফ্র্যাঞ্চাইজি দলে নেয় এবারের আইপিএলের আগে।