অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিবাহবিচ্ছেদের গুঞ্জন বহুদিন ধরেই চলছিল। যদিও বর্তমানে অবশ্য সেই গুঞ্জন অনেকটাই থিতিয়ে পড়েছে। তবে এসব গুঞ্জন নিয়ে তাঁরা দুজন কখনোও কোনো বিবৃতি দেননি। কান ২০২৫-এ, যখন ঐশ্বর্য রাই বচ্চন সিঁদুর পরে ধরা দেন, তখনই এই গুজবগুলি বন্ধ হয়ে যায়। তারকা দম্পতির ট্রোলারদের মুখ বন্ধ করে দিতে সফল হন। এদিকে অতি সম্প্রতি 'কালিধর লাপাতা'র প্রচারের সময় অভিষেক বচ্চনকে এবিষয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন।
ঠিক কী বলেছেন অভিষেক বচ্চন?
ইটাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক বচ্চন বলেন, আগে তাঁকে নিয়ে যা লেখা হত তা নিয়ে তিনি মাথা ঘামাতেন না, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। অভিষেক বলেন, ‘এখন এসবে কষ্ট হয়। আপনি আমার জীবন যাপন করেন না। তাই আপনি এটাও জানেন না যে এসব পড়তে কেমন লাগে! যখন আপনার একটা পরিবার থাকে, তখন এই জিনিসগুলি প্রভাব ফেলতে শুরু করে।’
নেতিবাচক খবর বিক্রি হয়
অভিষেক বলেন, সোশ্যাল মিডিয়ায় মানুষ নাম প্রকাশ না করে উল্টাপাল্টা যা খুশি তাই লেখেন। তবে আপনার বোঝা উচিত যে আপনি কাউকে আঘাত করছেন। সেই ব্যক্তি যতই শক্তিশালী হোক না কেন, এই বিষয়গুলি তাকে প্রভাবিত করে। এমনকি আমরা যদি কিছু স্পষ্ট করে বলি, লোকজন সেটার ভুল ব্যাখ্যা করে কারণ নেতিবাচক খবরই বিক্রি হয়।'
কবে মুক্তি পাবে অভিষেক বচ্চনের আসন্ন ছবি?
আগামী ৪ জুলাই জিফাইভে মুক্তি পাবে অভিষেকের আগামী ছবি 'কালিধর লাপাতা'। ছবিতে আরও অভিনয় করেছেন মহম্মদ জিশান আইয়ুব এবং শিশু অভিনেতা দাইভিক বাগেলা। মধুমিতা পরিচালিত এই ছবিতে স্মৃতিশক্তি হ্রাস এবং একাকীত্বের সঙ্গে লড়াই করা মধ্যবয়সী এক ব্যক্তির গল্প বলা হয়েছে।