হাসপাতালে ঢুকে প্রকাশ্য দিবালোকে প্রেমিকাকে গলা কেটে খুনের অভিযোগ উঠেছে যুবকের।এমনকী নিজেকেও শেষ করে দেওয়ারও চেষ্টা করেন ওই প্রেমিক। যদিও সেই চেষ্টা ব্যর্থ হওয়ায় ঘটনাস্থল পালিয়ে যান তিনি। এই ঘটনায় শোরগোল পরে গিয়েছে মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলা হাসপাতালে। পুরো ঘটনাটি ধরা পড়েছে ক্যামেরায়। সেই ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। (আরও পড়ুন: ৭০ বছর বয়সি পর্যটককে পহেলগাঁওয়ের হোটেলে ধর্ষণ স্থানীয় কাশ্মীরির, কী বলল আদালত?)
আরও পড়ুন: গলা শুকিয়ে কাঠ, তাও সিন্ধু চুক্তি নিয়ে লাফালাফি, ভারতকে নয়া বার্তা পাকিস্তানের
আরও পড়ুন: বাংলাদেশ-চিনের সঙ্গে 'জোট', ভারতকে উস্কানি পাকিস্তানি বিদেশমন্ত্রীর
জানা গিয়েছে, সন্ধ্যা চৌধুরী নামের ওই তরুণী নরসিংহপুর জেলা হাসপাতালে বৃত্তিমূলক প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন। এমারজেন্সি ইউনিটের কাছে তাঁর তথাকথিত প্রেমিক অভিষেক কোষ্টি তাঁকে ভয়ানকভাবে আক্রমণ করে। ভিডিয়োতে দেখা গিয়েছে, অভিষেক প্রকাশ্য দিবালোকে ছাত্রীর গলা কেটে ফেলছে। শত শত মানুষ তা চুপচাপ দাঁড়িয়ে দেখছে।কেও কোনও হস্তক্ষেপ করেনি। তরুণীকে খুন করার পর, অভিযুক্ত প্রেমিক ঘটনাস্থলেই আত্মহত্যার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়। আতঙ্কে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনার সময় এক ব্যক্তি মোবাইলে পুরো ঘটনার ভিডিয়ো করেন। সেই ফুটেজ দেখেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক যুবককে হাসপাতালের মধ্যে সাধারণ ভাবেই ঘুরে বেড়াতে দেখা যায়। প্রথমদিকে মনেই হয়নি তিনি কাউকে খুন করতে পারেন। হঠাৎ একটি ছুরি বের করে এক নাসিং পড়ুয়ার ওপর ঝাঁপিয়ে পড়েন তিনি। এরপরেই তাঁর গলার নলি কেটে দেন। রক্তাক্ত অবস্থায় হাসপাতালের মেঝেতে লুটিয়ে পড়েন ওই সন্ধ্যা চৌধুরি নামে বছর আঠারোর ওই যুবতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। (আরও পড়ুন: চিনে পালাবদলের সম্ভাবনা! শি জিনপিংয়ের বদলে গদিতে বসতে পারেন কে?)
আরও পড়ুন-হাত দিয়ে ভাত খাওয়া! কংগ্রেসম্যানের কটাক্ষের মুখে মামদানি, সমর্থন ভারতীয় বংশোদ্ভূত স্ত্রীর
আরও পড়ুন: বাংলা সহ ১২ রাজ্যের সভাপতি নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলল BJP? অঙ্ক কষে কী ঠিক করল?
পুরো ঘটনাটি ঘটে হাসপাতালের রক্ষীদের সামনেই। তবুও কেন ওই যুবককে তখনই ধরা গেল না, সেই নিয়েও প্রশ্ন উঠেছে। তাছাড়া এভাবে হাসপাতেলে ঢুকে খুনের ঘটনায় হাসপাতালের রোগী, চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।জানা গিয়েছে, দু’বছর ধরে অভিষেক কোষ্টির নামে ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সন্ধ্যার। গত ২৭ জুন এমন ঘটনা ঘটায় ওই যুবক। পুলিশ জানিয়েছে, জেরায় খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত। পুলিশকে তিনি জানিয়েছেন, দু’বছর ধরে সম্পর্ক থাকলেও সম্প্রতি সন্ধ্যা তাঁকে এড়িয়ে চলছিলেন। এতেই অভিষেকের সন্দেহ হয় অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছে সন্ধ্যা। সেই সন্দেহ থেকেই প্রেমিকাকে শিক্ষা দিতে এমন হামলা চালায় ওই যুবক। (আরও পড়ুন: ভবিষ্যতে ফের ধর্ষণের জন্যে ভিডিয়ো করতে বলা হয়, কসবা কাণ্ডে 'দাদার কীর্তি' ফাঁস)
আরও পড়ুন: ফের হুমকি ইলন মাস্কের, জবাবে টেসলা কর্তাকে 'ডিপোর্ট' করার হুঁশিয়ারি ট্রাম্পের
পরবর্তীতে তদন্ত চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আপাতত হেফাজতে রয়েছে সে। সেই সময় প্রত্যক্ষদর্শীদের তোলা ভিডিয়োই আদালতের অভিযুক্তের বিরুদ্ধে প্রমাণ হিসাবে ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।এর ভিত্তিতেই জেরা করা হয়েছে।