গত ২৭ জুন বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘মৃগয়া’। ছবিতে ঋত্বিক চক্রবর্তী, সৌরভ দাস, অনির্বাণ চক্রবর্তী, বিক্রম চট্টোপাধ্যায়, রিজওয়ান রব্বানি শেখের অভিনয় মুগ্ধ করেছে সকলকে। বহুদিন পর বাংলা ইন্ডাস্ট্রি মানুষকে এমন একটি ছবি উপহার দিয়েছে, যা মুগ্ধ করেছে প্রায় প্রত্যেক দর্শককে।
তবে অন্যদের অভিনয়ের থেকেও যার অভিনয় মানুষের মনে বিশেষ জায়গা করে নিয়েছে, তিনি হলেন ঋত্বিক চক্রবর্তী। ছবিতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেতাকে। ছবিতে অ্যাকশন দৃশ্যে ঋত্বিকের অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা। যদিও প্রশংসার পাশাপাশি অভিনেতার কপালে জুটেছে কটুক্তিও।
‘মৃগয়া’ ছবিটি দেখার পর ‘সাহেব বিবি গোলাম’ খ্যাত পরিচালক প্রতীম ডি গুপ্ত সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন যেখানে ঋত্বিককে কাঠ দিয়ে সিগারেটে আগুন ধরাতে দেখা দিয়েছিল। ছবিটি পোস্ট করে পরিচালক ঋত্বিককে রজনীকান্তের সঙ্গে তুলনা করেন। কমেন্টবক্সে পরিচালকের সঙ্গে একমত হতে দেখা যায় বহু নেটিজেনদের। কিন্তু এর মধ্যেই একজনের কটুক্তি চোখ এড়ায় না অভিনেতার।
আরও পড়ুন: কেউ বলছেন হৃতিক,কেউ রজনীকান্ত, প্রশংসা পেয়েও কেন উল্টো সুর গাইলেন ঋত্বিক?
আরও পড়ুন: বাবার অপমানের বদলা নিতে মেয়ে খুলবে ব্যাঙ্ক, মুক্তি পেল ‘লক্ষ্মীঝাঁপি’-র প্রমো
এক নেটিজেন ঋত্বিকের চুল নিয়ে মজা করে লেখেন, ‘চুলটা থাকলে হৃতিক রোশন লাগত।’ এই মন্তব্যের আড়ালে যে কটুক্তি করা হয়েছে সেটা বুঝতে পেরে ঠান্ডা মাথায় জবাবে ঋত্বিক লেখেন, ‘আপনি যা কুচুটে চুল থাকলে বলতেন একটা আঙুল কম রয়েছে।’ অভিনেতার এই জবাবে ধন্য ধন্য পরে যায় সোশ্যাল মিডিয়া জুড়ে।
তবে স্বামীকে এইভাবে বডি শেমিংয়ের শিকার হতে দেখে বেজায় চটেছেন অপরাজিতা ঘোষ। তবে ঋত্বিক যেভাবে সবটা সামলান তাতে তিনি ভীষণ খুশি বলেও জানিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি এই সময় অনলাইনকে সাক্ষাৎকার দিতে গিয়ে এই বিষয় নিয়ে খোলামেলা কথা বললেন অপরাজিতা।
অপরাজিতা বলেন, ‘বডি শেমিং ব্যাপারটা ভীষণ বাজে। অনেকে এর উত্তর দিতে পারে না, তবে ঋত্বিক যে উত্তরটা দিয়েছে আমার ভীষণ ভালো লেগেছে। সকলের আত্মসম্মান রয়েছে। একজন মানুষের মাথার চুল, শারীরিক গঠন নিয়ে কথা বলার অধিকার কারও নেই। ঋত্বিক যে মাঝেমধ্যে সরব হয় তা দেখে আমার বেশ ভালো লাগে।’
আরও পড়ুন: মায়ের প্রতি সন্তানের ক্ষোভ জন্ম দিল অজানা রহস্যের, মুক্তি পেল ‘ডিয়ার মা’ ছবির টিজার
আরও পড়ুন: ‘ওয়েলকাম বেবি…’, সদ্য ছেলের মা হয়েছেন, পরিবারে ফের নতুন সদস্যকে স্বাগত জানালেন মানসী?
স্বামীর অভিনয় নিয়ে অপরাজিতা বলেন, ‘ও ভীষণ ভালো একজন অভিনেতা। ছবিতে ওর অভিনয় দুর্দান্ত। যে চরিত্রই ওকে দেওয়া হোক না কেন ও খুব ভালো পারফর্ম করে। আমি তো ট্রেলার দেখে চোখই ফেরাতে পারিনি।’
প্রসঙ্গত, অপরাজিতা এই মুহূর্তে অভিনয় করছেন স্টার জলসার ‘চিরসখা’ ধারাবাহিকে। একেবারে অন্য ধাঁচের গল্প নিয়ে তৈরি এই ধারাবাহিকে অপরাজিতার অভিনয় প্রশংসিত হয়েছে সমালোচকদের কাছে।