ট্রেন যাত্রীদের জন্য বড় খবর। ক্রমেই বাড়তে থাকা ভিড় সামলাতে শিয়ালদায় আরও বাড়ছে লোকাল ট্রেন। দক্ষিণ শাখায় আরও ৩টি ইএমইউ স্পেশ্যাল ট্রেন চালু হতে চলেছে। এই নতুন পরিষেবাগুলি মূলত পরীক্ষামূলকভাবে চালানো হবে ডায়মন্ড হারবার সেকশনে। এর ফলে যাত্রীদের সুবিধা হবে বলে মনে করছে রেল।
আরও পড়ুন: স্লিপার, জেনারেল বা এসি - ট্রেনের কোন কোচে কত ভাড়া বাড়ছে? আসল তালিকা দেখাল রেল
রেল সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন প্রচুর যাত্রী যাতায়াত করেন সোনারপুর, বালিগঞ্জ ও ডায়মন্ড হারবারের মধ্যে। তাই তিনটি নতুন ইএমইউ ট্রেন এই রুটগুলিতে চালানো হবে। সময়সূচিও ইতিমধ্যেই নির্ধারণ করা হয়েছে রেলের তরফে। জানা যাচ্ছে, সোনারপুর থেকে ডায়মন্ড হারবারের মধ্যে চলবে একটি লোকাল। একটি ইএমইউ স্পেশাল ট্রেন সোনারপুর থেকে রওনা দেবে ভোর ৫ টায় এবং পৌঁছাবে ডায়মন্ড হারবারে। দ্বিতীয় ট্রেনটি চলবে ডায়মন্ড হারবার থেকে বালিগঞ্জে। এই স্পেশাল ট্রেনটি ডায়মন্ড হারবার থেকে ছাড়বে সকাল ৬:৩০টায় এবং বালিগঞ্জে পৌঁছাবে সকাল ৭:৫৬টায়। আর বালিগঞ্জ থেকে সোনারপুরে চলবে তৃতীয় ট্রেনটি। এটি বালিগঞ্জ থেকে ছাড়বে সকাল ৮:১৪টায় এবং সোনারপুর পৌঁছাবে সকাল ৮:৩৩টায়।
এই তিনটি নতুন ট্রেনের পাশাপাশি সময় বদল হচ্ছে একটি পুরনো লোকাল ট্রেনের সময়ও। ৩৪৮৮২ নম্বর সোনারপুর-ডায়মন্ড হারবার লোকাল ট্রেনটি এখন থেকে ১০ মিনিট আগে ছাড়বে। আগে যেখানে ট্রেনটি ছাড়ত ৪:৫০টায়, এখন তা ছাড়বে ৪:৪০টায় এবং পৌঁছাবে ডায়মন্ড হারবার সকাল ৫:৪৫টায় (আগে পৌঁছাত ৫:৫৫টায়)।
শিয়ালদা রেল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, সকালের দিকে ডায়মন্ড হারবার লাইনে যাত্রীদের চাপ অত্যধিক থাকে। নতুন এই তিনটি ইএমইউ চালু হলে সেখানকার যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে। পাশাপাশি বালিগঞ্জগামী যাত্রীরা বিশেষ উপকৃত হবেন।
এর আগে দমদম ক্যান্টনমেন্ট থেকে বনগাঁ রুটে ৫টি নতুন ইএমইউ ট্রেন চালু করে ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে শিয়ালদা বিভাগ। এবার দক্ষিণ শাখার যাত্রীদের সুবিধা বাড়াতে নতুন উদ্যোগ। অফিস টাইমে বা স্কুল-কলেজগামী যাত্রীদের জন্য এই নতুন ট্রেনগুলির ফলে বিশেষ সুবিধা হবে।রেলের এই পদক্ষেপে খুশি যাত্রীরা।