শুধু বাংলাদেশ নয়, এখন টলি ইন্ডাস্ট্রিরও একজন সুপরিচিত নায়িকা হলেন জয়া আহসান। অভিনেত্রী সৌন্দর্য এবং অভিনয়ের গুণমুগ্ধ ভক্ত অনেকেই। এই মুহূর্তে তিনি ব্যস্ত আগামী ছবি ‘ডিয়ার মা’ - এর প্রচারে, তাই এই বছর জন্মদিন ভারতেই কাটাচ্ছেন অভিনেত্রী।
আগামী ১৮ জুলাই বড় পর্দায় মুক্তি পাবে জয়া অভিনীত ছবি ‘ডিয়ার মা’। প্রচারের ব্যস্ততার মধ্যেই অভিনেত্রীর জন্মদিন পালন করলেন পরিচালক এবং সহকর্মীরা। ভিনদেশে থাকার সুবাদে যাতে তিনি প্রিয়জনকে বিন্দুমাত্র মিস না করেন, তার জন্যেই এই ব্যবস্থা সকলের।
আরও পড়ুন: কেউ বলছেন হৃতিক,কেউ রজনীকান্ত, প্রশংসা পেয়েও কেন উল্টো সুর গাইলেন ঋত্বিক?
আরও পড়ুন: বাবার অপমানের বদলা নিতে মেয়ে খুলবে ব্যাঙ্ক, মুক্তি পেল ‘লক্ষ্মীঝাঁপি’-র প্রমো
জয়া ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে লেখেন, ‘সারপ্রাইজ বার্থডে পার্টি ডিয়ার মা টিমের তরফ থেকে।’ ভিডিয়োয় অভিনেত্রীকে একটি ধূসর রঙের গাউন পড়ে থাকতে দেখা যায়। কেক কেটে, পায়েস খেয়ে সকলের সঙ্গে জন্মদিন উদযাপন করেন নায়িকা।
এদিন জয়ার সঙ্গে দেখা যায় পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী, নন্দিকা দাস, বিক্রম ঘোষ সহ আরও অনেককে। অনস্ক্রিন মেয়ের সঙ্গে কেক কাটতে দেখা গেল নায়িকাকে। সকলের সঙ্গে হাসি মজা আড্ডায় চলে জন্মদিনের উদযাপন।
প্রসঙ্গত, অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এই ছবিটি তৈরি হয়েছে একজন মা এবং মেয়ের সম্পর্কের গল্প নিয়ে। রক্তের সম্পর্ক নাকি ভালোবাসার সম্পর্ক, কোনটি বেশি গুরুত্বপূর্ণ, সেটাই দেখানো হয়েছে এই ছবির মাধ্যমে।
আরও পড়ুন: মায়ের প্রতি সন্তানের ক্ষোভ জন্ম দিল অজানা রহস্যের, মুক্তি পেল ‘ডিয়ার মা’ ছবির টিজার
আরও পড়ুন: ‘ওয়েলকাম বেবি…’, সদ্য ছেলের মা হয়েছেন, পরিবারে ফের নতুন সদস্যকে স্বাগত জানালেন মানসী?
উল্লেখ্য, ‘ডিয়ার’ মা ছবির পর জয়াকে দেখা যাবে কৌশিক গাঙ্গুলী পরিচালিত ছবি ‘অর্ধাঙ্গিনী ২’ ছবিতে। ২০২৩ সালে ‘অর্ধাঙ্গিনী’ ছবিটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল, অনেকেই চেয়েছিলেন ছবিটির দ্বিতীয় পর্ব আসুক। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই এই সিনেমার দ্বিতীয় পর্বের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন কৌশিক।