ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে চর্চার শেষ নেই। আর এই চর্চায় যাঁদের নাম বার বার উঠে এসেছে তাঁদের মধ্যে অন্যতম হলেন অনির্বাণ ভট্টাচার্য। তাঁর সঙ্গে টেকনিশিয়ানদের অসহযোগিতা কথা বার বার শোনা গিয়েছে। এর ফলে তাঁর কাজে নানা সমস্যাও তৈরি হয়েছে। সম্প্রতি এর জন্য তিনি নির্ধারিত সময়ে শুরু করতে পারলেন না মিউজিক ভিডিয়োর কাজও। শুধু তাই নয় অনির্বাণ জানান 'রঘু ডাকাত'-এর পর থেকে নাকি তাঁর হাতে আর কোনও নতুন কাজ নেই।
আরও পড়ুন: মায়াপুর ইসকন মন্দিরে কেক কেটে জন্মদিন পালন রুক্মিণীর! ‘স্মরণীয়…’, আবেগে ভাসলেন নায়িকা
এই প্রসঙ্গে তিনি একটি প্রেস মিটে বলেন, ‘আমি রঘু ডাকাতে অভিনয়ের পর থেকে আমার হাতে আর কোনও অভিনয়ের কাজ নেই। সেক্ষেত্রে এখন কোনও অসুবিধা হচ্ছে না। কিন্তু এবার যদি দেখা যায় যে আরও ৩ মাস পর বা ৬ মাস পরও কেউ আমাকে অভিনয়ের জন্য ডাকছেন না, তখন নিশ্চয়ই আমার মনে একটা প্রশ্ন উদয় হবে যে, তাহলে মনে হয় আমার ঘটি মাটি সব হাওয়া করে দেওয়া হল। মানে আমার অভিনয়ও বন্ধ হয়ে গেল।’
আরও পড়ুন: হয়ে গেল 'রোশনাই'-এর শেষ দিনের শ্যুটিং! 'দেড় বছর ধরে চলা…', আবেগে ভাসলেন পর্দার 'সুরঙ্গমা' উষসী
তাঁকে কি কোনও ভাবে সাইডলাইন করার চেষ্টা চলছে? এই প্রশ্নে অভিনেতা সম্মতি জানিয়ে বলনে, ‘হ্যাঁ, আমাকে এখনও কোনও সিরিজ বা সিনেমায় অভিনয়ের জন্য আর কেউ ডাকেননি।’ তিনি আরও জানান তাঁরা কোটে যাওয়ার পর থেকেই তাঁকে এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে।
আরও পড়ুন: সায়ক চক্রবর্তীর দাদা ও 'কুটনি বৌদি’র ডিভোর্স! বিয়ে ভাঙছে অভিনেত্রী সুস্মিতার
প্রসঙ্গত, গত ১ মে ফেডারেশনের মেগা মিটিং হওয়ার পর শুনতে পাওয়া গিয়েছিল, পরমব্রত চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য সহ বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে অসহযোগিতার দাবি উঠেছিল টেকনিশিয়ানদের পক্ষ থেকে।
আরও পড়ুন: কলকাতায় শেহনাজ-গিপ্পি, এবার এসভিএফ -এর ছবিতে দেখা মিলবে তাঁদের?
উল্লেখ্য, অনির্বাণ একজন অভিনেতা হওয়ার পাশাপাশি একজন পরিচালকও। তাছাড়াও তিনি একজন গীতিকার, তাঁর নিজস্ব একটি গানের দলও আছে। এছাড়াও অভিনেতা বহু সিরিজ ও ছবিতে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন। তবে ফেডারেশনের এই সমস্যার জেরে কাজ নিয়ে বেশ বিপাকে পড়েতে হয়েছে অভিনেতাকে।