ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের বারবার পুলিশি নির্যাতন, আটক, পুশব্যাকের মতো অভিযোগ সামনে আসছে। সেই আবহে ভিন রাজ্যে কাজে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। প্রায় দুই মাস নিখোঁজ থাকার পর বেঙ্গালুরুর একটি সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হল ওই পরিযায়ী শ্রমিকের মৃতদেহ। মালদার বাসিন্দা ওই শ্রমিকের নাম মুকেশ মণ্ডল (৩০)। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে চাঁচোল ২ নম্বর ব্লকের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের পরাণপুর গ্রামে। মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।
আরও পড়ুন: বিজেপির উপর ১৪৪ ধারা জারি করতে হবে, পরিযায়ী ইস্যুতে হুঁশিয়ারি উদয়নের
পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে পরাণপুরের মুকেশ শ্রমিকের কাজে বেঙ্গালুরুতে যান। প্রথমদিকে সব ঠিকঠাকই চলছিল। কিন্তু হঠাৎই প্রায় দুই মাস আগে থেকে তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অজানা আতঙ্কে দিন কাটাচ্ছিল স্ত্রী ও দুই সন্তান। এর মধ্যেই আসে দুঃসংবাদ, সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয়েছে মুকেশের পচাগলা দেহ।
পরিবারের অভিযোগ, ময়নাতদন্তের পর কাউকে কিছু না জানিয়েই স্থানীয়ভাবে দাহ করে দেওয়া হয় মৃতদেহ। কেন এমন তাড়াহুড়ো করে শেষকৃত্য করা হল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। স্বাভাবিকভাবেই এই মৃত্যু ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। বুধবার বিষয়টি জানতে পেরে মৃত শ্রমিকের বাড়িতে যান মালতিপুরের তৃণমূল বিধায়ক ও জেলা সভাপতি আবদুর রহিম বক্সি। অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, পরিবারটা কার্যত ভেঙে পড়েছে। যে কোম্পানিতে উনি কাজ করছিলেন, এখনও পর্যন্ত তাদের কাছ থেকে কোনও আর্থিক সাহায্য মেলেনি। প্রয়োজনে আইনগত পথে হাঁটা হবে, যাতে পরিবারটা ন্যায্য ক্ষতিপূরণ পায়। গ্রামের মানুষজনও এই মৃত্যু নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, যথাযথ তদন্ত করে আসল রহস্য উন্মোচন হোক।