মামলা মোকদ্দমা থেকে চাষবাসের কাজ, ছোটখাটো ব্যবসা থেকে বড়সড় সরকারি প্রকল্প, তাঁর আবিষ্কারের উপর ভর করে এগিয়ে চলেছে দেশের বেশ কিছু কাজ। সম্প্রতি তাঁরই নাম উঠে এল টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায়। সম্প্রতি বিশ্বখ্যাত পত্রিকা টাইম সারা বিশ্বের সেরা একশোজন প্রভাবশালী ব্যক্তিদের নাম প্রকাশ করেছে। সেই তালিকায় জ্বলজ্বল করছে মিতেশ খাপড়ার নাম। আইআইটি মাদ্রাজের এই অধ্যাপক কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একাধিক উল্লেখযোগ্য কাজ করেছেন। তাঁর গবেষণায় সমৃদ্ধ হচ্ছে গোটা দেশের নানা কর্মকাণ্ড।
আরও পড়ুন - ‘১৫০ বছর হবে আয়ু!’ মাইকে ফাঁস পুতিন-জিনপিংয়ের কোন গোপন কথা?
মাস্ক, স্যামদের সঙ্গে একই তালিকায়
মিতেশের মূল কাজ কৃত্রিম বুদ্ধিমত্তার একটি বিশেষ অংশ মেশিন লার্নিং নিয়ে কাজ করা। অন্যদিকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়েও তিনি কাজ করেছেন। বিভিন্ন ভারতীয় ভাষা কৃত্রিম বুদ্ধিমত্তাকে রপ্ত করিয়েছে তাঁর কর্মকাণ্ড। তিনি AI4Bharat-এর সহপ্রতিষ্ঠাতা। টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের ১০০ জনের তালিকাটি ছিল সারা বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে। সেই তালিকায় স্যাম অল্টম্যান ও এলন মাস্কের সঙ্গে স্থান পেয়েছেন মিতেশ খাপড়া।
কীভাবে উপকৃত হচ্ছেন বিভিন্ন দেশীয় সংস্থা?
তবে অন্যদের থেকে তাঁর কাজের ক্ষেত্রে কিছুটা আলাদা। অন্যরা মুখ্য ভূমিকা শিল্পপতি হলেও মিতেশ খাপড়ার মূল ক্ষেত্র গবেষণা। সেখান থেকেই দেশের জন্য একটি সংস্থা খোলার পরিকল্পনা মাথায় আসে। পরে তাঁর আবিষ্কৃত ওপেন ডেটা সোর্স (যা কেউ ব্যবহার করতে পারে, দরকারে আরও উন্নত করতে পারে) দিয়েই বর্তমানে দেশের বহু প্রকল্প, চাষবাস ইত্যাদি সম্পন্ন হচ্ছে। প্রধানত, কৃত্রিম বুদ্ধিমত্তা যাতে ভারতীয় ভাষায় ব্যবহার করা যায়, তার জন্যই কাজ করে AI4Bharat।
আরও পড়ুন - নাগরিকত্ব আইনে সংশোধনী! ১০ বছর বাড়ল কীসের সময়সীমা? কী ছিল আর কী হল,দেখুন একঝলকে
পূরণ করেছেন মস্ত বড় ফাঁক
টাইম ম্যাগাজিনের মতে , ভারতীয় স্টার্টআপ বিভিন্ন আঞ্চলিক ভাষার যে ভয়েস প্রযুক্তি ব্যবহার করে। এই প্রযুক্তি মিতেশ খাপড়া এবং তাঁর সংস্থার ডেটাসেটের উপর নির্ভর করে। ভারতীয় ভাষাগুলির মধ্যে হিন্দি এবং বাংলাভাষাভাষীর সংখ্যা অনেকটাই বেশি। এই দুই ভাষাতে বিভিন্ন পশ্চিমী মডেলগুলি ভালো পারফর্ম করলেও অন্যান্য ভাষায় ততটা ভালো নয়। এই খামতিই দূর করেছে মিতেশের AI4Bharat।