বৃহস্পতিবার মুক্তি পেয়েছে অনুরাগ কাশ্যপ পরিচালিত ছবি ‘নিশাঞ্চি’’ সিনেমার ট্রেলার। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে ঐশ্বর্য ঠাকরেকে। তবে ছবির ট্রেলার মুক্তি পেতেই ক্ষোভ প্রকাশ করতে দেখা দিয়েছে অনুরাগের মেয়ে আলিয়া কাশ্যপকে।
আলিয়া তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘সত্যি বলতে, মানুষ সবসময় বলেন তাঁরা ভালো সিনেমা দেখতে চান কিন্তু যখন বড় পর্দায় কোনও ভালো সিনেমা মুক্তি পায়, তখন খুব কম মানুষই আছেন যারা সেটা দেখতে যান। সম্প্রতি ‘ধড়ক ২’ মুক্তি পেয়েছিল, কিন্তু সেখানেও একই দৃশ্য নজরে পড়ল। কেন দর্শকরা আসছেন না ভালো ছবি দেখতে, সেটা সত্যি জানা নেই।’
আরও পড়ুন: বন্ধু ঋতুর জন্মদিনে আবেগপ্রবণ প্রসেনজিৎ, পরিচালকের স্মরণে কী বললেন রাম কমল?
আরও পড়ুন: 'খুব হিংসে হয়েছিল...', কোন সিনেমায় অভিনয় না করার আক্ষেপ রয়েছে দেবের?
তিনি আরও লেখেন, ‘আমার বাবার আসন্ন ছবি ‘নিশাঞ্চি’ মুক্তি পাবে আগামী ১৯ সেপ্টেম্বর। আমি নিজের চোখে দেখেছি এই ছবিটি তৈরি করতে কতটা পরিশ্রম করেছেন গোটা টিম। আপনারা যদি একজন সত্যিই ভালো ছবির অনুরাগী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই সিনেমাটি দেখুন। এটা অবশ্যই আপনার ভালো লাগবে।’

অন্য একটি ইনস্টাগ্রাম স্টোরিতে আলিয়া লিখেছিলেন, ‘দুর্ভাগ্যবশত ’লাঞ্চবক্স' অথবা ‘অক্টোবর’ ছবির মতো সিনেমাগুলিকে বক্স অফিসে নিজেকে প্রতিষ্ঠিত করতে লড়াই করতে হয়েছিল। সবথেকে আশ্চর্যজনক বিষয় হল, সমালোচকদের থেকে প্রশংসা পাওয়ার পরেও বেশ কিছু ছবি যেমন ‘উড়ান’, ‘লুটেরা’, ‘মাসান’, ‘অক্টোবর’-এর মতো ছবিগুলি আক্ষরিক অর্থে ফ্লপ হয়ে যায়। দর্শকরা যখন সমর্থন করেন না তখন একটি জাতীয় স্তরের ছবি তৈরি করাও কষ্টসাধ্য ব্যাপার হয়ে ওঠে।
আরও পড়ুন: 'বহুদিন হল নিখোঁজ...', জন্মদিনে কাকে হারিয়ে চিন্তিত শ্রীলেখা?
আরও পড়ুন: শরৎচন্দ্রের ‘পথের দাবি’-র ছায়ায় সিনেমা নিয়ে আসছেন সৃজিত, প্রকাশ্যে মুক্তির তারিখ
নিশাঞ্চি সম্পর্কে
‘নিশাঞ্চি’ পরিচালনা করেছেন অনুরাগ এবং লিখেছেন প্রসূন মিশ্র, রঞ্জন চন্দেল এবং অনুরাগ নিজেই। এতে ঐশ্বরী দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন এবং আরও অভিনয় করেছেন বেদিকা পিন্টো, মনিকা পানওয়ার, মোহাম্মদ জিশান আইয়ুব এবং কুমুদ মিশ্র। এটি জার পিকচার্সের ব্যানারে এবং ফ্লিপ ফিল্মসের সহযোগিতায় অজয় রাই এবং রঞ্জন সিং দ্বারা সমর্থিত।