সম্প্রতি কলকাতা সায়েন্স সিটিতে অনুষ্ঠিত হলো বেঙ্গল এক্সলেন্স পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলি জগতের একাধিক তারকারা। বিভিন্ন ক্ষেত্রে নায়ক নায়িকাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।
রবিবার অর্থাৎ ৩০ জুন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহেব ভট্টাচার্য, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, সোনালী, শ্রুতি দাস সহ আরও অনেকে। বিভিন্ন ক্ষেত্রে এই দিন পুরস্কার তুলে দেওয়া হয় টলি জগতের কলা কুশলীদের হাতে।
আরও পড়ুন: কেউ বলছেন হৃতিক,কেউ রজনীকান্ত, প্রশংসা পেয়েও কেন উল্টো সুর গাইলেন ঋত্বিক?
আরও পড়ুন: বাবার অপমানের বদলা নিতে মেয়ে খুলবে ব্যাঙ্ক, মুক্তি পেল ‘লক্ষ্মীঝাঁপি’-র প্রমো
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী শ্রুতি দাস একটি ছবি পোস্ট করেছেন যেখানে তিনি লিখেছেন, ডাইনি ছবির জন্য পুরস্কার। অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি এবং পুরস্কার হাতে নিয়ে ছবি পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে।
চলতি বছরের শুরুর দিকে হইচইতে মুক্তি পেয়েছিল ‘ডাইনি’। মুখ্য চরিত্রে মিমি অভিনয় করলেও এই সিনেমায় শ্রুতির অভিনয় ছিল চোখে পড়ার মতো। খুব ছোট চরিত্রের জন্য তাকে বেছে নেওয়া হলেও, একসময় মনে হয়েছিল সেই চরিত্রটি ছাড়া ছবিটি সম্পূর্ণ হতে না। অল্প সময়ের জন্য পর্দায় এলেও দুর্দান্ত অভিনয়ে করে মানুষের মন জয় করে নিয়েছিলেন শ্রুতি।
শ্রুতি ছাড়াও এই দিন বেঙ্গল এক্সলেন্স পুরস্কারে পুরস্কৃত হয়েছেন সাহেব ভট্টাচার্য। স্টাইল আইকন অফ দ্যা ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। পুরস্কার পাওয়ার পর সেই ছবি পোস্ট করে সাহেব লেখেন, ‘কঠোর পরিশ্রম যখন ফল দেয় তখন এটাই হয়। থ্যাঙ্ক ইউ এই সম্মানের জন্য।’
আরও পড়ুন: মায়ের প্রতি সন্তানের ক্ষোভ জন্ম দিল অজানা রহস্যের, মুক্তি পেল ‘ডিয়ার মা’ ছবির টিজার
আরও পড়ুন: ‘ওয়েলকাম বেবি…’, সদ্য ছেলের মা হয়েছেন, পরিবারে ফের নতুন সদস্যকে স্বাগত জানালেন মানসী?
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাহেবের সঙ্গে উপস্থিত ছিলেন সুস্মিতা দে। তবে শুধু শ্রুতি বা সাহেব নয়, এই দিন টলি জগতের আরও সেলিব্রিটিদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।