বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহই নিজের মতো করে রাশি পরিবর্তন করে নির্দিষ্ট সময়ের অন্তরালে। তবে এরই মধ্যে কিছু গ্রহের রাশি পরিবর্তন দেয় সুফল, কিছু গ্রহের রাশি পরিবর্তন জাতক জাতিকাদের ওপর কুপ্রভাব ফেলতে থাকে। এবার ৬ জুলাই, কেতু প্রবেশ করছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। যেখানে তিনি ২০ জুলাই পর্যন্ত থাকবেন। তার প্রভাব ১২ রাশিতে পড়বে। তবে কিছু গ্রহ তাতে লাভ পাবে। কারা লাকি, দেখে নিন।
বৃষ
এই সময়কালে হঠাৎ করে টাকা আসবে হাতে। আপনার পরিশ্রম দেখে আপনার ক্রমস্থলে সিনিয়ররা খুশি হবেন। পেতে পারেন কোনও পুরস্কার। এই সময় ভালো পেশাগত জীবন পেতে পারেন। আপনার বেতন বৃদ্ধি হতে পারে এই সময়। ভালো বিত্তীয় পরিস্থিতি পেতে পারেন। আপনার কোনও প্রকল্প আপনার কাজে লাগতে পারে। এই সময় আপনার আগে থেকে ভেবে রাখা কোনও প্রকল্প লাভ পেতে পারে। কোনও পুরনো বিনিয়োগ থেকে লাব পাবেন।
কুম্ভ
৬ জুলাই থেকে ভালো সময়ের মুখ দেখবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। পড়ুয়াদের মধ্যে সৃষ্টিশীলতা বাড়বে। শিল্পের সঙ্গে জড়িত ক্ষেত্রে যাঁরা কাজ করছেন, তাঁরা পাবেন লাভ। টাকার অনেক সঞ্চয় হবে। যদি দীর্ঘ দিন ধরে কোনও প্রজেক্টে কাজ করেন, তাহলে তা থেকে লাভ পাবেন। সমাজে আপনার কাজের পরিচিতি মিলবে। সম্পর্ক আগের থেকে ভালো হবে।
( জম্মু দিয়ে সশস্ত্র জইশ জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা! অ্যাকশনে সেনা, ধৃত পাক গাইড)
( Surya Gochar: সৌভাগ্য জাগিয়ে তুলবেন সূর্যদেব! ধনু সহ এই ৩ রাশির ভালো সময় আসছে খুব শিগগিরই)
( ভারত-US বাণিজ্য চুক্তি চর্চার মাঝেই ওয়াশিংটনের সঙ্গে ঢাকার কোন চুক্তির সম্ভাবনা?)
তুলা
এই সময় যাঁরা চাকরির খোঁজ করছেন, তাঁরা পেতে পারেন চাকরি। আপনার ব্যক্তিত্বের দিক থেকে ব্যবসায়িক প্রয়াস দেখা দিতে পারে। এই সময় নতুন সুযোগ পেতে পারেন। আপনি ব্যবসায়িক জীবনে নতুন প্রগতির মুখ দেখতে পারেন। আপনি কোনও নতুন সম্পত্তি বা গাড়ি কিনতে পারেন। আয়ের নতুন নতুন রাস্তা তৈরি হবে। আপনি ব্যবসায়ী হলে আপনি মুনাফা পেতে পারেন এই সময়।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)