বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যদেব ও শনিদেবের আলাদা মাহাত্ম্য রয়েছে। জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়, সবচেয়ে শক্তিশালী গ্রহ হল শনিদেব। তিনি কর্মের হিসাবে সকলকে শাস্তি দেন, দেন ফলাফল। উল্লেখ্য, শনিদেব হলেন, সবচেয়ে ধীর গতিতে চলা একটি গ্রহ। অন্যদিকে, সূর্যদেবের কৃপা যাঁদের ভাগ্যে পড়ে তাঁরা ধীরে ধীরে সমস্ত লড়াইয়ের মধ্যে দিয়ে লক্ষ্য অর্জন করে থাকেন, বলে মত জ্যোতিষশাস্ত্রের। এই দুই গ্রহ শনি আর সূর্য এবার জুলাই মাসে শতাঙ্ক যোগ তৈরি করতে চলেছেন। আর এই যোগ আর ২ দিন পরই হবে। কখন তৈরি হবে যোগ? কোন কোন রাশি লাকি, দেখে নিন।
কর্কট
দীর্ঘ দিন ধরে যে কাজ আটকে রয়েছে, তা পূর্ণ হবে। আর তারই সঙ্গে সমাজে মিলতে পারে মান সম্মান। পরিবারের সঙ্গে চলা সমস্যা এবার মিটে যাবে। মানসিক সমস্যা এবার থেকে মিটে যাবে। জীবনে চলা নানান সমস্যা থেকে মুত্তি পাবেন। আপনি যদি কোনও নতুন চাকরি খোঁজেন, তাহলে তা সম্পন্ন হবে। অফিসে বা কর্মক্ষেত্রে আপনার কাজ দেখে আপনার সিনিয়ররা আপনার প্রশংসা করতে পারেন। ব্যবসাতেও আপনার রণকৌশল কাজে দেবে, ভালো মুনাফা মিলবে। স্বাস্থ্য ভালো থাকতে চলেছে।
( Surya Gochar: সৌভাগ্য জাগিয়ে তুলবেন সূর্যদেব! ধনু সহ এই ৩ রাশির ভালো সময় আসছে খুব শিগগিরই)
মকর
চাকরির ক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। পদোন্নতির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি হবে। নতুন কোনও প্রজেক্ট শুরু করতে পারেন। স্বাস্থ্য আগের থেকে ভালো যাবে। সমাজে পদ প্রতিষ্ঠা হতে পারে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। পরিবারের সঙ্গে কোথাও তীর্থস্থানে যেতে পারেন।
সিংহ
এই রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভ তুঙ্গে থাকবে। আপনার আর্থিক লাভ থেকে আলাদা আলাদা ক্ষেত্রে লাভ হবে আয়ের দিক থেকে। সমাজে মান সম্মান বাড়বে। বৈবাহিক সুখ পাবেন। সম্পর্কের মধ্যে যদি সমস্যা থাকে, তাহলে তা কেটে যাবে। পরিবার আর বন্ধুদের সম্পূর্ণ মদত পাবেন। চাকরিরত জাতক জাতিকাদের জন্য এটি খুবই লাভকারী হবে।
কবে রয়েছে এই যোগ?
এই যোগ ৩ জুলাই ২০২৫ সালে সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে হবে। সেদিন শনি ও সূর্য একে অপরের সঙ্গে ১০০ ডিগ্রি কোণ করে অবস্থান করবেন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পাবেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)