বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখে থাকেন, গ্রহদের গতিবিধির ফলে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, গ্রহদের অবস্থান কেমন হবে, তা বলে দেয় গ্রহের প্রভাব ১২ রাশির ওপর কেমনভাবে পড়বে, তার বিষয়ে। সদ্য গত ২৯ জুন শুক্র করেছেন গোচর। দৈত্যগুরু শুক্রদেব মেষ রাশি থেকে বেরিয়ে বৃষ রাশিতে প্রবেশ করেছেন। তারফলে কোন কোন রাশি লাভ পেতে শুরু করেছে, দেখা যাক।
মেষ
আপনার আর্থিক অবস্থা ধীরে ধীরে ভালোর দিকে যাবে। এই রাশির জাতক জাতিকার জন্য এবার শুভ সংকেত আসবে। ব্যক্তিগত আর পেশাগত জীবন আগের থেকে ভালো জায়গায় যাবে। কোনও সম্পত্তি কেনার সুযোগ আসতে পারে। কোনও ফ্ল্যাট বা বাড়ি কেনার সুযোগ আসতে পারে। কোথাও কোনও যাত্রায় যেতে পারেন আপনি। শেয়ার বাজার বা ব্যবসায় ভালো ডিল পেতে পারেন। যাঁরা চাকরির খোঁজ করছেন, তাঁরা পাবেন বড় লাভ। কর্মস্থলে আপনার পরিশ্রম আগের থেকে ভালো জায়গায় আপনাকে নিয়ে যাবে। পারিবারিক জীবনে সুখ শান্তি আসবে।
( জম্মু দিয়ে সশস্ত্র জইশ জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা! অ্যাকশনে সেনা, ধৃত পাক গাইড)
( ভারত-US বাণিজ্য চুক্তি চর্চার মাঝেই ওয়াশিংটনের সঙ্গে ঢাকার কোন চুক্তির সম্ভাবনা?)
কর্কট
শুক্রের গোচর কর্কট রাশির জন্য আর্থিক রূপে বেশ তাৎপর্যপূর্ণ। শুক্র আপনার রাশিতে একাদশ স্থানে গোচর করতে চলেছেন। পুরনো কোনও আটকে থাকা টাকা এবার ফেরত পেতে পারেন। যাঁরা অবিবাহিত তাঁদের বিয়ের প্রস্তাব আসতে পারে। এই সমত দাম্পত্য প্রেম নতুন মাত্রা পাবে। ভাইবোনের মধ্যে সম্পর্ক ভালো হবে। যাঁরা বিবাহিত তাঁদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে বুদ্ধিমত্তার দিকে নজর দিতে হবে। এই সময় সমাজে মান সম্মান পেতে পারেন। আপনার খরচা ভালোভাবে নিয়ন্ত্রিত করতে পারবেন।
বৃশ্চিক
এই সময় ব্য়বসায় কোনও বড় চুক্তি আপনার ভাগ্যে আসতে পারে। অংশীদারিত্বে মুনাফা কামাতে পারেন ব্যবসার ক্ষেত্রে। যদি কোনও যোজনায় কাজ করতে থাকেন, তাহলে তা সফল হবে। নতুন করে রোজগারের রাস্তা খুলে যাবে। চাকরিতে আপার চেষ্টাকে অনেকেই প্রশংসায় ভরিয়ে তুলবে। যদি কোনও কাজ আপনি দীর্ঘ দিন ধরে করতে থাকেন, তাহেল তাতেও মিলতে পারে সাফল্য। পুরনো কোনও সমস্যার মিটমাট হতে পারে। বৈবাহিক জীবনে আসতে পারে কাঙ্খিত স্থিরতা। যাঁদের সঙ্গে কাজ করতে চাইছেন,তাঁদের সঙ্গেই কাজ করতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতির রাস্তা খুলে যেতে পারে।
(এই প্রতিবেদনের তথ্য মান্য়তা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )