২০২৬ সালে বিধানসভা নির্বাচন হবে বাংলায়। তার আগে ভারতীয় জনতা পার্টি তাদের নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করতে পারে। দলের রিটার্নিং অফিসার তথা বিধায়ক দীপক বর্মন মনোনয়ন ও নির্বাচনের নির্ঘণ্ট জানিয়ে দিয়েছেন। বুধবার (২ জুলাই) দলের বঙ্গ শাখার সভাপতি পদে মনোনয়ন গ্রহণ করা হবে, একই দিনে যাচাই-বাছাই ও প্রত্যাহার করা হবে। এরপর সন্ধ্যা ৬টায় প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বিজ্ঞপ্তিতে।
বিজেপির এক শীর্ষ নেতার কথায়, 'একাধিক প্রার্থী লড়াইয়ে থাকলে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ভোটগ্রহণ হবে এবং দুপুর দেড়টার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। আগামী ৩ জুলাই কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। যদি এই পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে প্রায় ৪১৫ জন রাজ্য কাউন্সিল সদস্য ভোটাভুটিতে অংশ নেবেন।
দু'জন শক্তিশালী বিজেপি নেতার প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার বাসভবনে গিয়েছিলেন। তাঁর সেই সফর ঘিরে জল্পনা ছড়িয়েছে। সোমবার দিল্লিতে শমীক ভট্টাচার্য নড্ডার সঙ্গে দেখা করেন৷ দলীয় সূত্রের দাবি, বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদও৷ তিনি পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতির জন্য নির্বাচন প্রক্রিয়া তদারকি করছেন।
শমীক ভট্টাচার্য অবশ্য এই দাবি উড়িয়ে দিয়ে বলেছেন, অপারেশন সিঁদুর নিয়ে সদ্য সমাপ্ত সংসদীয় প্রতিনিধি দলের সফর সম্পর্কে অবহিত করতেই নড্ডার সঙ্গে তাঁর বৈঠক। বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদারের নামও ভাবা হচ্ছে। সুকান্ত মজুমদার বালুরঘাট থেকে দু'বারের লোকসভা সাংসদ। কেউ কেউ মনে করেন, ২০২১ সাল থেকে দায়িত্ব পালন করা সুকান্ত মজুমদারের উচিত নতুন মুখের জায়গা করে দেওয়া। কিন্তু অন্যরা আশঙ্কা করছেন, ভোটের মাত্র আট মাস আগে তাঁকে সরিয়ে দিলে বিজেপির সংগঠন আরও দুর্বল হয়ে যেতে পারে। (পিটিআই ইনপুট সহ)