শিশু আসছে... শুধু এই দুটি শব্দেই রাজকুমার বুঝিয়ে দিলেন তাঁদের জীবনে আসতে চলেছে নতুন অতিথি। বুধবার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে এই খবরটি শেয়ার করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় খবরটি জানাজানি হওয়ার পরেই শুভেচ্ছাবার্তায় ভরে গেছে অভিনেতার কমেন্ট বক্স।
রাজকুমার যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে একটি ছোট্ট বেবিকটের ছবি দেওয়া রয়েছে। ওপরে লেখা, বেবি অন দ্যা ওয়ে। নিচে লেখা পত্রলেখা ও রাজকুমার। রাজকুমারের এই পোস্টটি দেখার পরেই দম্পতিকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন নেহা ধুপিয়া, সোনম কাপুর, ইশা গুপ্তা, ভূমি পেডনাকর, পুলকিত সম্রাট, মানুসী চিল্লার, দিয়া মির্জা সহ আরও অনেকে।
আরও পড়ুন: সাদা শাড়ি, কপালে সিঁদুরের টিপ, তারাপীঠে পুজো দিলেন মনামী! কী ভোগ নিবেদন করলেন?
আরও পড়ুন: থালায় সাজানো খাবার,মেয়ের সঙ্গে হাসিমুখে সস্ত্রীক রূপঙ্কর,বিবাহবার্ষিকী নাকি?
তবে সবার থেকে বেশি নজর কেড়েছে পরিচালক তথা কোরিওগ্রাফার ফারাহ খানের কমেন্ট। ফারাহ কমেন্ট করে লিখেছেন, ‘অবশেষে খবরটি প্রকাশিত হল। এই খবরটা নিজের মধ্যে রাখতে ভীষণ কষ্ট হচ্ছিল। অভিনন্দন তোমাদের দুজনকে।’ ( হাসির ইমোজি)
প্রায় এক দশক ধরে একে অপরকে ডেটিং করার পর অবশেষে ২০২১ সালের ১৫ নভেম্বর পত্রলেখাকে বিয়ে করেন রাজকুমার। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করে দম্পতি লিখেছিলেন, অবশেষে ১১ বছরের প্রেম, বন্ধুত্ব এবং মজা করার পর আমরা একে অপরের সঙ্গী হতে চলেছি।
আরও পড়ুন: ‘প্রজাপতি ২’ শ্যুটিংয়ের মাঝেও শুধুই ‘ধূমকেতু’, ‘গানে’-এ মজে দেব
আরও পড়ুন: কখনও ঝর্নার সামনে, কখনও নৌকায় শুয়ে, থাইল্যান্ডে একের পর এক ফটোশুট দেবচন্দ্রিমার
উল্লেখ্য, এই মুহূর্তে রাজকুমার ব্যস্ত তাঁর আগামী ছবি ‘মালিক’- এর প্রচারে। এই সিনেমায় রাজকুমারকে একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। রাজকুমার ছাড়া এই ছবিতে কাজ করেছেন মানুসী চিল্লার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবিটি আগামী ১১ জুলাই মুক্তি পাবে বড় পর্দায়।