এই মুহূর্তে সপরিবারে লন্ডনে রয়েছেন দেব। ছুটি কাটাতে নয়, বরং আগামী ছবির কাজের জন্যই বিদেশে পাড়ি দেওয়া। সম্প্রতি শুরু হয়েছে ‘প্রজাপতি ২’ ছবির কাজ। তবে নতুন ছবির কাজ শুরু হয়ে গেলেও এই মুহূর্তে দেবের মন পড়ে রয়েছে আসন্ন ছবি ধূমকেতুতেই। ‘প্রজাপতি ২’ ছবির কাজের ফাঁকেও তিনি মজেছেন' গানে গানে'গানের প্রেমে।
লন্ডন থেকে ফের একগুচ্ছ ছবি পোস্ট করলেন অভিনেতা। এর আগেও পরিবারের সঙ্গে ছবি দিয়েছিলেন অভিনেতা। এবার বাবা মা এবং দিদির পাশাপাশি অভিনেতার সঙ্গে দেখা দিয়েছে পরিচালক অভিজিৎ সেন এবং অতনু রায়চৌধুরীকে। অভিজিৎ এবং অতনুর সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন দেব।
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
ছবিগুলি পোস্ট করে দেব লেখেন, ‘মুড এখন ধুমকেতু বলছে। গানে গানে গানটি আমার ভীষণ প্রিয়। সবাইকে অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। লন্ডন ডায়েরিজ।’ ছবিগুলির নেপথ্যে শুনতে পাওয়া যাচ্ছে, গানে গানে গানের সুর।
দেব যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে অভিনেতাকে একটি কালো রঙের টি-শার্ট এবং নীল রঙের জিন্স পরে থাকতে দেখা যায়। অতনু রায়চৌধুরী পরে রয়েছেন একটি কালো রঙের জ্যাকেট এবং কালো রঙের প্যান্ট। অভিজিৎ পরে রয়েছেন একটি সবুজ রঙের সোয়েটার এবং ধূসর রঙের প্যান্ট।
দেবের বাবাকে দেখা যায় একটি লাল রঙের হাত কাটা জ্যাকেট এবং লাল রঙের টুপি পরে থাকতে। পায়ে সাদা রঙের স্নিকার্স ও পরনে অলিভ রঙের পোশাক। অভিনেতার মাকে দেখা যায় সবুজ রঙের চুড়িদার পরে থাকতে।
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?
গায়ে চাদর এবং পায়ে স্নিকার্স, সব মিলিয়ে চিরাচরিত সাজে দেখতে পাওয়া যায় দেবের মাকে। দেবের দিদিকে দেখা যায় একটি নীল রঙের স্নিকার্স ও নীল রঙের জ্যাকেট পরে থাকতে।
প্রসঙ্গত, প্রায় ৯ বছর পর যাবতীয় সমস্যা কাটিয়ে মুক্তি পেতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘ধূমকেতু’। দেব এবং শুভশ্রীর জুটি ফের বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সকলে। আগামী ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবিটি।