বৈদিক জ্যোতিষশাস্ত্রে বুধকে গ্রহদের যুবরাজ মনে করা হয়। বাণী, তর্ক, বিতর্ক, বিশ্লেষকের কারক হলেন এই বুধ। আর্থিক দিকেরও মুখ্যকারক বলে মনে করা হয় তাঁকে। বুধের সামান্য পরিবর্তনও দেশ ও দুনিয়াতে প্রভাব ফেলে বলে জ্যোতিষমতে মনে করা হয়। জ্যোতিষ গণনা বলছে, ৩০ অগস্ট বুধ, সূর্যের রাশি সিংহে প্রবেশ করবেন। তারফলে একগুচ্ছ রাশি লাভের মুখ দেখতে পারেন। জ্যোতিষ গণনা অনুসারে, অস্ত অবস্থায় বুধ সিংহ রাশিতে প্রবেশ করবেন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। কারা লাকি? সেপ্টেম্বরে রয়েছে দুর্গাপুজো। তার আগে অগস্টের শেষলগ্নে কারা লাকি?
বৃষ
বুধের এই নতুন অবস্থার ফলে আপনার জীবনে বহু ইতিবাচক ফল আসতে চলেছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ এই সময় সম্পন্ন হতে পারে। আপনার আর্থিক পক্ষ আগের থেকে মজবুত হতে পারে। ধনু ধান্য ও ভৌতিক সুখ সুবিধা বৃদ্ধি পেতে পারে। মায়ের সঙ্গে সম্পর্ক আগের থেকে ভালোর দিকে যাবে। মায়ের সঙ্গে সম্পর্কে মাধুর্য বাড়বে। পরিবারে আসবে সুখ শান্তি। জমি সম্পত্তিতে জড়িত ক্ষেত্রে প্রবল সাফল্যের সুযোগ আসবে।
সিংহ
আপনার আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধি পেতে পারে। বহু ক্ষেত্রে অপার সাফল্য পাবেন। কোনও ঝুঁকিপূর্ণ কাজ করতে পারেন। কেরিয়ার ও ব্যবসা সম্পর্কিত ক্ষেত্রে পেতে পারেন লাভ। প্রতিযোগিতা আর চ্যালেঞ্জে বহু হিসাব নিকেশ পাল্টে দিতে পেতে পারেন সাফল্য। আত্মবিশ্বাস,সাহস বাড়বে। ধৈর্য ধরে কষ্টকর পরিস্থিতি কাটাতে হবে। জাতক জাতিকার জীবনে দারুণ সমস্ত লাভ আসতে পারে।
( Modi In Japan: ট্রাম্পের শুল্ক কোপের মাঝে জাপানে মোদী, রয়েছে হাইভোল্টেজ বৈঠক,অ্যাজেন্ডায় কী?)
ধনু
দেশ বিদেশের যাত্রা করতে পারেন। যে কাজে মাঝে মাঝেই বাধা আসছিল, তা সহজে শেষ হবে। আপনার আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় বৃদ্ধি হতে পারে। খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ খুব সহজে হয়ে যেতে পারে। দেশ বা বিদেশে যাত্রার যোগ রয়েছে। চাকরিরতদের কাছে কোনও শুভ খবর আসতে পারে। প্রতিযোগিতা পরীক্ষার জন্য যাঁরা তৈরি হচ্ছেন, সেই ছাত্রদের সময় ভালো যেতে চলেছে। এই সময় আপনার মন ধার্মিক ও আধ্যাত্নিক কাজে আকৃষ্ট হতে পারে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)