রাস্তার বেহাল দশা। বৃষ্টি হলেও জল জমে যায় কয়েক মিনিটে। দীর্ঘদিন ধরে নানা সমস্যা থাকলেও দেখা মেলে না বিধায়কের। উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে এমনই অভিযোগ বিরোধীদের। শুধু বিরোধী নয়, অভিযোগ তৃণমূল বিধায়কের তরফেও। গত ২০ অগস্ট উত্তরপাড়ায় ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর কাছেই এক কাউন্সিলর অভিযোগ করেন, ‘ওঁকে (কাঞ্চন) শুধু মোবাইলেই দেখতে পাই। কখনও নাচছেন তো কখনও আবার হামাগুড়ি দিচ্ছেন।’
‘ছবিতে গোল গোল করে দাগিয়ে দেব’
তৃণমূলের আরও অনেক বিধায়কই সেদিন অনুযোগ জানিয়েছিলেন মেয়রের কাছে। সেই ঘটনার পর এবার শনিবার ‘সশরীরে’ নিজের বিধানসভায় উপস্থিত হলেন কাঞ্চন। উপস্থিত হয়েই প্রথমে সব অভিযোগ নস্যাৎ করে দিলেন উত্তরপাড়ার বিধায়ক। তাঁর দাবি, ‘যে যে ব্যক্তি আমার বিরুদ্ধে অভিযোগ করছেন, তাদের অনুষ্ঠানেই আমি নিয়মিত আসি, ছবিতে গোল গোল করে দাগিয়ে দিতে পারি।’ কিন্তু দলীয় অনুষ্ঠানে আসা আর মানুষের সাধারণ সমস্যা সমাধানের জন্য এলাকায় উপস্থিত হওয়ার মধ্যে তফাত রয়েছে বলে পাল্টা কটাক্ষ বিরোধীদের।
আরও পড়ুন - সুপ্রিম নির্দেশ মেনে ‘দাগি অযোগ্য’দের তালিকা দিল SSC, রয়েছে ধোঁয়াশা? লিস্টে কতজন
পাল্টা ‘কথা শুনিয়ে’ দিলেন বিধায়ক
বিরোধীদের অভিযোগ নস্যাৎ করার পাশাপাশি পাল্টা ‘কথা শুনিয়ে’ দিলেন নিজেরই বিধানসভা এলাকার সাধারণ মানুষকেও। এই দিন অভিনেতা বিধায়ক কাঞ্চন বলেন, ‘যে দিন উত্তরপাড়া থেকে বিদায় নেব, সে দিন বিদায় সম্ভাষণে উত্তরপাড়ার মানুষের সম্পর্কে অভিজ্ঞতা বলে দিয়ে যাব।’ পরের ভোটের আগেই কি বিদায় নেবেন তিনি? কিছুটা এই প্রশ্নেরই উত্তর দিয়ে তিনি জানান, ‘আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে আমি এসেছিলাম। তাঁর আহ্বান এলে চলেও যাব।’ পরবর্তী ভোটে দাঁড়াবেন কি না, তা নিয়ে কথার মধ্যে দেখা গেল আত্মবিশ্বাসের অভাব। একভাবে এর উত্তরে বিধায়ককে বলতে শোনা গেল, ‘জানি না।’
আরও পড়ুন - পুজোর আগেই সুখবর রেলের! উত্তরবঙ্গের জন্য স্পেশাল ট্রেন, কখন কোথা থেকে ছাড়বে?
কী বলছেন বিরোধীরা?
দলের কাউন্সিলররা শুধু নন, কাঞ্চনের উপর ক্ষুব্ধ স্থানীয় দলের নেতারাও। যে কারণে আসন্নন ২০২৬ সালের ভোটে তিনি দাঁড়াবেন কি না তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে। সংবাদমাধ্যমকে সিপিএমের হুগলি জেলা কমিটির সদস্য আভাস গোস্বামী ব্যঙ্গ করে বলেন, ‘বিধায়ককে এলাকায় দেখা যায় না কেন, সেই সমস্যার আগে সমাধান করা উচিত আমাদের পাড়া আমাদের সমাধানে।’ আভাসের এই কথায় সায় জানিয়েছেন অন্যান্য বিরোধীরাও।