অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত অবস্থা পাঞ্জাবের। বিগত কয়েক দশকে এই প্রথম এত ভয়াবহ বন্যার সম্মুখীন হল পাঞ্জাব। ইতিমধ্যেই বন্যা কবলিত এলাকায় মারা গিয়েছেন ২৯ জন, ১২ টি জেলায় প্রায় ২.৫৬ লক্ষের বেশি মানুষ গৃহহীন হয়েছেন। ডুবে গেছে একাধিক গ্রাম।
দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এলেন একাধিক তারকা। অ্যামি ভার্ক ইতিমধ্যেই ঘোষণা করেছেন তিনি ২০০ জন ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা করবেন। যে মানুষরা মাথার ছাদ হারিয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রায় ২০০টি পরিবারকে দত্তক নেওয়ার কথা ঘোষণা করলেন তিনি।
ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন দিলজিৎ। গুরুদাসপুর এবং অমৃতসরের প্রায় ১০টি বন্যা কবলিত গ্রাম দত্তক নিলেন তিনি। ইতিমধ্যেই সঙ্গীতশিল্পীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই কথা ঘোষণা করা হয়েছে। জল নেমে যাওয়ার পরেও যতক্ষণ না এই পরিবারগুলি মাথা উঁচু করে দাঁড়াতে পারছে, ততক্ষণ পরিবারের পাশে দাঁড়ানোর কথা দিলেন দিলজিৎ।
বন্যা কবলিত এলাকায় গবাদি পশুদের খাওয়ানোর জন্য ট্রাক ভর্তি সাইলেজ পাঠিয়েছেন গায়ক গিপ্পি গ্রেওয়াল। পশু খাদ্য, ওষুধ, খাবার সরবরাহ করেছেন করণ আউজলা। সোনাম বাজওয়া জানিয়েছেন, তিনি তাঁর উদ্ধারকারী দল সক্রিয়ভাবে কাজ করছেন। বন্যার কারণে তিনি তাঁর আসন্ন ছবি জাইলদার ৪ - এর মুক্তির তারিখও স্থগিত করে দিয়েছেন।
এগিয়ে এসেছেন অভিনেতা সঞ্জয় দত্ত। সমাজমাধ্যমে পোস্ট করে তিনি লেখেন, পাঞ্জাবে বন্যার ফলে সৃষ্ট সমস্যার জন্য সত্যিই দুঃখিত। ক্ষতিগ্রস্ত সকলের জন্য আমার প্রার্থনা। আমি যথাসাধ্য সমর্থন করার চেষ্টা করব। বাবাজি পাঞ্জাবের সকলকে আশীর্বাদ করুন এবং রক্ষা করুন।
এই তালিকায় যার নাম না নিলেই নয় তিনি হলেন সোনু সুদ। সোশ্যাল মিডিয়ায় বন্যার্তদের আশ্বাস দিয়ে তিনি লেখেন, আপনাদের সকলের পাশে আছি। আপনাদের সকলকে আবার মাথা উঁচু করে দাঁড় করানোর চেষ্টা করব। যদি কোনও রকম সাহায্য প্রয়োজন হয় তাহলে এক মুহূর্ত দেরি করবেন না জানাতে। আমি পাঞ্জাবের জন্য সবকিছু করতে প্রস্তুত। আমি নিজে একজন পাঞ্জাবি, আমি জানি আপনারা হাল ছাড়বেন না।