এক সপ্তাহের মতো কাজ চলবে মালদা ডিভিশনে। সেজন্য ১১৩টি এক্সপ্রেস, ইন্টারসিটি এবং মেমু ট্রেন বাতিল করে দেওয়া হল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী ২৮ অগস্ট (বৃহস্পতিবার) থেকে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত মালদা টাউন স্টেশনের ইয়ার্ড সংস্কারের কাজ চলবে। সেজন্য উত্তরবঙ্গগামী একগুচ্ছ এক্সপ্রেস ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। যে তালিকায় আছেন তিস্তা তোর্সা এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেসের মতো ট্রেন।
কোন কোন ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে?
১) ১৩১৪১ শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস: ৩০ অগস্ট এবং ৩ সেপ্টেম্বর (যাত্রা শুরুর তারিখ)
২) ১৩১৪৫ কলকাতা - রাধিকাপুর এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ৩০.০৮, ৩১.০৮, ০১.০৯ এবং ০২.০৯.২০২৫)
৩) ১৩১৮৯ শিয়ালদা- বালুরঘাট এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ৩০.০৮, ৩১.০৮, ০১.০৯ এবং ০২.০৯.২০২৫)
৪) ১৩১৬৩ শিয়ালদা- সহরসা হাটেবাজার এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ৩০.০৮, ৩১.০৮ এবং ০১.০৯.২০২৫)
৫) ১৩০৫৩ হাওড়া - রাধিকাপুর কুলিক এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ৩১.০৮ এবং ০৩.০৯.২০২৫)
৬) ১৫৭১০ নিউ জলপাইগুড়ি - মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ৩১.০৮, ০১.০৯, ০২.০৯ এবং ০৩.০৯.২০২৫)
৭) ১৫৭০৯ মালদা টাউন - নিউ জলপাইগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ৩১.০৮, ০১.০৯, ০২.০৯ এবং ০৩.০৯.২০২৫)
৮) ১৩১৯০ বালুরঘাট - শিয়ালদা এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ৩১.০৮, ০১.০৯, ০২.০৯ এবং ০৩.০৯.২০২৫)
৯) ১৩১৬৪ সহরসা - শিয়ালদা হাটেবাজার এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ৩১.০৮, ০১.০৯ এবং ০২.০৯.২০২৫)
১০) ১৩১৪২ নিউ আলিপুরদুয়ার - শিয়ালদা তিস্তা তোর্সা এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ৩১.০৮, ০৩.০৯ এবং ০৪.০৯.২০২৫)
আরও পড়ুন: হাওড়া থেকে NJP যেতে লাগবে ২ ঘণ্টার মতো! শীঘ্রই এমন ট্রেন আসছে ভারতে, মিলল সুখবর
১১) ১৩৪৬৬ মালদা টাউন - হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ৩১.০৮, ০১.০৯, ০২.০৯ এবং ০৩.০৯.২০২৫)
১২) ১৩৪৬৫ হাওড়া - মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ৩১.০৮, ০১.০৯, ০২.০৯ এবং ০৩.০৯.২০২৫)
১৩) ১৫৬৪০ কামাখ্যা - পুরী এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ৩১.০৮.২০২৫)
১৪) ১৩১৪৯ শিয়ালদা- আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ৩১.০৮, ০১.০৯ এবং ০২.০৯.২০২৫)
১৫) ১৩১৪৬ রাধিকাপুর - কলকাতা এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ৩১.০৮, ০১.০৯, ০২.০৯ এবং ০৩.০৯.২০২৫)
১৬) ১৩০৫৪ রাধিকাপুর - হাওড়া কুলিক এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ০১.০৯ এবং ০৪.০৯.২০২৫)
১৭) ১৩০৬৩ হাওড়া - বালুরঘাট এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ০১.০৯, ০২.০৯ এবং ০৩.০৯.২০২৫)
১৮) ১৩০৬৪ বালুরঘাট - হাওড়া এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ০১.০৯, ০২.০৯ এবং ০৩.০৯.২০২৫)
১৯) ১৩১৫০ আলিপুর দুয়ার - শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ০১.০৯, ০২.০৯ এবং ০৩.০৯.২০২৫)
২০) ১৩১৮১ কলকাতা - শিলঘাট টাউন কাজিরাঙা এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ০১.০৯.২০২৫)
২১) ১৩১৫৯ কলকাতা - জোগবানি এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ০১.০৯.২০২৫)
২২) ১৫৭১২ কাটিহার - হাওড়া সাপ্তাহিক এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ০১.০৯.২০২৫)
২৩) ১৫৬৩৯ পুরী - কামাখ্যা এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ০২.০৯.২০২৫)
২৪) ১৩১৮২ শিলঘাট টাউন - কলকাতা কাজিরাঙা এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ০২.০৯.২০২৫)
২৫) ১৩০৩৩ হাওড়া - কাটিহার এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ০২.০৯.২০২৫)
২৬) ১৫৭১১ হাওড়া - কাটিহার সাপ্তাহিক এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ০২.০৯.২০২৫)
২৭) ১৩১৬৯ শিয়ালদা - সহরসা হাটেবাজার এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ০২.০৯.২০২৫)
আরও পড়ুন: সফরের ১৫ মিনিট আগে বন্দে ভারতের টিকিট বুক করা যায়? রেল আনল নয়া সুবিধা
২৮) ১৩১৬০ জোগবানি - কলকাতা এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ০২.০৯.২০২৫)
২৯) ১২৩৬৩ কলকাতা - হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ০২.০৯.২০২৫)
৩০) ১৩১৭৫ শিয়ালদা- শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ০৩.০৯.২০২৫)
৩১) ১৩০৩৪ কাটিহার - হাওড়া এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ০৩.০৯.২০২৫)
৩২) ১৩১৭০ সহরসা - শিয়ালদা হাটেবাজার এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ০৩.০৯.২০২৫)
৩৩) ১২৩৬৪ হলদিবাড়ি - কলকাতা ইন্টারসিটি এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ০৩.০৯.২০২৫)
৩৪) ১৩৪৩১ নবদ্বীপ ধাম - বালুরঘাট এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ০৩.০৯.২০২৫)
৩৫) ১৩৪৩২ বালুরঘাট - নবদ্বীপ ধাম এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ০৩.০৯.২০২৫)
৩৬) ১৩৪০৯ মালদা টাউন - কিউল ইন্টারসিটি এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ০৩.০৯.২০২৫)
৩৭) ১৩৪১০ কিউল - মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ০৩.০৯.২০২৫)
৩৮) ১২০৪১ হাওড়া - নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ০৩.০৯.২০২৫)
৩৯) ১২০৪২ নিউ জলপাইগুড়ি - হাওড়া শতাব্দী এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ০৩.০৯.২০২৫)
৪০) ১৩১৭৬ শিলচর - শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ০৫.০৯.২০২৫)
আরও পড়ুন: অনেক ভারী মালপত্র নিয়ে ট্রেন সফরে যাচ্ছেন? আসছে রেলের নতুন নিয়ম.. জানেন তো!
৪১) ৫৫৭০২ কাটিহার - মালদা টাউন প্যাসেঞ্জার (যাত্রা শুরুর তারিখ: ৩১.০৮, ০১.০৯, ০২.০৯ এবং ০৩.০৯.২০২৫)
৪২) ৫৩০২৭ আজিমগঞ্জ - মালদা টাউন প্যাসেঞ্জার (যাত্রা শুরুর তারিখ: ৩১.০৮, ০১.০৯, ০২.০৯ এবং ০৩.০৯.২০২৫)
৪৩) ৬৩৪০১ সাহেবগঞ্জ - মালদা টাউন মেমু (যাত্রা শুরুর তারিখ: ৩১.০৮, ০১.০৯, ০২.০৯ এবং ০৩.০৯.২০২৫)
৪৪) ৬৩৪০২ মালদা টাউন - সাহেবগঞ্জ মেমু (যাত্রা শুরুর তারিখ: ৩১.০৮, ০১.০৯, ০২.০৯ এবং ০৩.০৯.২০২৫)
৪৫) ৫৫৪২২ বালুরঘাট - মালদা টাউন প্যাসেঞ্জার (যাত্রা শুরুর তারিখ: ৩১.০৮, ০১.০৯, ০২.০৯ এবং ০৩.০৯.২০২৫)
৪৬) ৫৫৭০১ মালদা টাউন - কাটিহার প্যাসেঞ্জার (যাত্রা শুরুর তারিখ: ০১.০৯, ০২.০৯, ০৩.০৯ এবং ০৪.০৯.২০২৫)
৪৭) ৫৩০২৮ মালদা টাউন - আজিমগঞ্জ প্যাসেঞ্জার (যাত্রা শুরুর তারিখ: ০১.০৯, ০২.০৯, ০৩.০৯ এবং ০৪.০৯.২০২৫)
৪৮) ৫৫৪২১ মালদা টাউন - বালুরঘাট প্যাসেঞ্জার (যাত্রা শুরুর তারিখ: ০১.০৯, ০২.০৯, ০৩.০৯ এবং ০৪.০৯.২০২৫)