কেরলের স্কুলে ওনাম উৎসবে মুসলিম ছাত্রছাত্রীদের শামিল না হওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগে এক শিক্ষিকার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ত্রিশূর জেলার কাদাভাল্লুরের সিরাজুল উলুম ইংলিশ হাই স্কুলের শিক্ষিকা খাদিজা নামে অভিযুক্ত এই শিক্ষিকা অভিভাবকদের কাছে একটি ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন, যাতে তিনি মুসলিম ছাত্রদের ওনাম উৎসবে অংশ না নিতে উৎসাহিত করেন।
জানা গেছে, ওই শিক্ষিকা ওনামকে 'বহুদেবতাবাদী' উৎসব হিসেবে অভিহিত করে বলেন, এতে অংশগ্রহণ করা ইসলামের শিক্ষার বিরুদ্ধে এবং এটি ‘শিরক’ (বহুদেবতাবাদ) হিসেবে বিবেচিত হতে পারে। এই ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ দু'জন শিক্ষিকাকে সাসপেন্ড করেছে এবং পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৯২ ধারায় মামলা দায়ের করেছে, যা দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগের সঙ্গে সম্পর্কিত। সূত্রের খবর, অভিযুক্ত শিক্ষিকা খাদিজা অভিভাবকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি অডিও বার্তা পাঠান। যাতে তিনি বলেন, 'আমাদের মুসলিম হিসেবে ইসলামের নিয়ম মেনে চলা উচিত। ওনাম একটি বহুদেবতাবাদী উৎসব, এটিকে উৎসাহিত করা উচিত নয়।আমরা বা আমাদের সন্তানরা কোনভাবেই ওনাম উৎসবে অংশ নেবে না। অন্য ধর্মের রীতিনীতিতে অংশ নেওয়া শিরক হতে পারে।' তিনি আরও বলেন, মুসলিম শিশুদের ইসলামিক সংস্কৃতিতে বড় করা উচিত এবং অন্য ধর্মের আচার-অনুষ্ঠান থেকে তাদের দূরে রাখা প্রয়োজন। এই বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক সমালোচনার মুখে পড়েনা ওই শিক্ষিকা।
এরপরেই ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অফ ইন্ডিয়া (ডিওয়াইএফআই) এই ঘটনার বিরুদ্ধে কুন্নমকুলম পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে। অভিযোগে বলা হয়, শিক্ষিকার মন্তব্য সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পারে। পুলিশ এই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে।এদিকে বিতর্ক বাড়তেই স্কুল কর্তৃপক্ষ জানায়, এই মন্তব্য শিক্ষিকার ব্যক্তিগত মতামত এবং স্কুলের অবস্থানের সঙ্গে এর কোন সম্পর্ক নেই। তারা নিশ্চিত করেছে, প্রতি বছরের মতো এবারও ২৮ আগস্ট ওনাম উৎসব জাঁকজমকপূর্ণভাবে পালন করা হবে, যার মধ্যে ওনাসদ্যা (প্রথাগত ভোজ) এবং অন্যান্য অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকবে।পাশাপাশি বিতর্কের জেরে সিরাজুল উলুম ইংলিশ হাই স্কুলের ব্যবস্থাপনা কমিটি দু'জন শিক্ষিকাকে সাসপেন্ড করেছে। স্কুল কর্তৃপক্ষ একটি বিবৃতিতে বলেছে, 'আমরা প্রতি বছরের মতো এবারও ওনাম উৎসব বড় আকারে পালন করার সিদ্ধান্ত নিয়েছি।এই শিক্ষিকাদের মন্তব্য তাদের ব্যক্তিগত মতামত, এবং স্কুলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তদন্তের জন্য আমরা দুজন শিক্ষিকাকে সাসপেন্ড করেছি।'
ওনাম উৎসব
ওনাম কেরলের প্রধান রাজ্য উৎসব, যা সকল ধর্মের মানুষ একসঙ্গে পালন করে। এই উৎসব মহাবলি রাজার স্মৃতিতে পালিত হয়, যিনি হিন্দু পুরাণে বিষ্ণুর ভক্ত এবং সমতার প্রতীক হিসেবে বিবেচিত হন।প্রতিবছর আগস্ট-সেপ্টেম্বর মাসে দশ দিনব্যাপী চলে এই ওনাম উৎসব। ওনামে পুক্কলম (ফুলের রাংগোলি), তিরুভাথিরা নৃত্য, ওনাসদ্যা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কেরলের সাংস্কৃতিক ঐতিহ্য প্রকাশ পায়। তবে উৎসবের প্রথম ও শেষ দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ।এই উৎসব কেরলের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে বিবেচিত হয়।