'মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পাকিস্তানে সন্ত্রাসী শিবিরগুলির বিরুদ্ধে ভারতের পদক্ষেপ অবিলম্বে বন্ধ করেছেন মোদী', আজ বিহারের মুজফফরপুরে একটি জনসভায় এমনই অভিযোগ করেছে রাহুল গান্ধী। যদিও পাক সন্ত্রাসী ঘাঁটিগুলিতে ভারত ৬-৭ মে রাতেই হামলা সম্পন্ন করেছিল ২৩ মিনিটে। এরপর এই গোটা সংঘাতে পাকিস্তানের সামরিক আগ্রাসনের জবাব দিয়ে গিয়েছে ভারত। পরে ১০ মে ভোরের দিকে পাকিস্তানের একের পর এক বায়ুসেনা ঘাঁটি ধ্বংস করে বা বাজে ভাবে ক্ষতিগ্রস্ত করেছিব ভারত। তবে গতকাল এই অপারেশন সিঁদুর নিয়ে ফের নিজের দাবি করেন ট্রাম্প। এই আবহে সেই মন্তব্যকে হাতিয়ার করে মোদীকে তোপ দাগলেন রাহুল গান্ধী।
কংগ্রেসের রাহুল গান্ধী বুধবার বলেন, 'ট্রাম্প আজ বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধ চলছিল, তখন নাকি তিনি নরেন্দ্র মোদীকে ফোন করেন এবং ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ বন্ধ করতে বলেছিলেন। আর নরেন্দ্র মোদী ২৪ ঘণ্টা নয়, পাঁচ ঘণ্টায় সব বন্ধ করে দিয়েছেন।' তবে ট্রাম্প গতকাল সরাসরি বলেননি যে তিনি মোদীকে হুমকি দিয়েছিলেন। তিনি বরং মোদীকে গতকাল 'অত্যন্ত দুর্দান্ত মানুষ' বলে আখ্যা দিয়েছলেন।
গতকাল ডোনাল্ড ট্রাম্প ঠিক কী বলেছিলেন? মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'ভারত এবং পাকিস্তানের যুদ্ধ পারমাণবিক যুদ্ধে পরিণত হতে পারত। তাদের এই সংঘাতে ৭টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল। আমার কথায়, এটা মোটেও ভালো না। এ তো অনেক জেট। ১৫০ মিলিয়ন ডলার দামের বিমান ধ্বংস করা হয়েছিল। অনেকগুলো... ৭টা... হয়ত তার থেকেও বেশি... তারা আসল নম্বর প্রকাশ করেনি। আমি এরপর এক দুর্দান্ত মানুষের সঙ্গে কথা বললাম... ভারতের মোদী (যদিও মোদীর সঙ্গে ট্রাম্পের কথা হয়নি বলে জানিয়েছে ভারত। মোদীর সঙ্গে ফোনে কথা হয়েছিল ভ্যান্সের)। আমি জিজ্ঞাসা করলাম, পাকিস্তান ও আপনাদের মধ্যে কী চলছে? এরপর আমি পাকিস্তানের সাথে কথা বললাম, বাণিজ্য নিয়ে। আমি তাদেরও জিজ্ঞাসা করলাম, আপনাদের ও ভারতের মধ্যে কী চলছে? তাদের একের ওপরের প্রতি অসম্ভব ঘৃণা ছিল। এটা বহু সময় ধরেই চলছে। ভিভিন্ন নামে প্রায় কয়েকশো বছর ধরে... আমি বললাম, আমি কোনও বাণিজ্য চুক্তি করব না। তখন ওরা বলল (খুব সম্ভবত ট্রাম্প পাকিস্তানের কথা বলছেন), না না না আমরা বাণিজ্য চুক্তি করতে চাই। আমি বললাম, আমি চুক্তি করব না। আপনারা পারমাণবিক যুদ্ধ করতে চলেছেন। আমি তখন বললাম, কালকে আমাকে কল ব্যাক করুন। কিন্তু আমি কোনও চুক্তি করব না, বা এত উচ্চ হারে শুল্ক বসাব যে আপনাদের মাথা ঘুরতে শুরু করবে। এর ৫ ঘণ্টা পর সব (সংঘাত) শেষ হয়ে যায়। এবার হয়ত সেটা (যুদ্ধ) আবার শুরু হতে পারে। আমি জানি না ঠিক। কিন্তু এবার যদি যুদ্ধ হয়, আমরা তা থামাব। এসব হতে দেওয়া যায় না।'