তাউই নদীতে বন্যার 'উচ্চ সম্ভাবনা' সম্পর্কে পাকিস্তানকে নতুন সতর্কতা জারি করেছে ভারত। উত্তরাঞ্চলীয় রাজ্যগুলিতে অবিরাম বৃষ্টিপাতের কারণে প্রধান বাঁধগুলি থেকে অতিরিক্ত জল ছেড়ে দেওয়া হচ্ছে। এর জেরে জম্মুতে জনজীবন বিপর্যস্ত। রিপোর্টে জানানো হয়েছে, বিদেশ মন্ত্রকের মাধ্যমে ইসলামাবাদে পাঠানো এই সতর্কতাগুলি 'মানবিক কারণে' জারি করা হয়েছিল। উল্লেখ্য, সিন্ধুর জল না পেয়ে কয়েকদিন আগেও নাজেহাল হচ্ছিল পাকিস্তান। আর এবার বন্যায় ডুবছে পাকিস্তান। এরই মাঝে পাকিস্তানকে নিজের ভারত মানবিক চেহারা দেখাল ফের একবার। এর আগেও একবার ভারতীয় হাইকমিশনের মাধ্যমে ইসলামাবাদকে ব্যার সতর্কবার্তা পাঠিয়েছিল ভারত। (আরও পড়ুন: জম্মুতে ৩২ তীর্থযাত্রীর মৃত্যুতে প্রশ্ন উঠছে LG মনোজ সিনহার প্রশাসন নিয়ে)
আরও পড়ুন: ভগবান রাম ও শিবাজি আর কতবার বাঁচাতে আসবেন? হিন্দুদের বার্তা মোহন ভাগবতের
পহেলগাঁও সন্ত্রাসী হামলার পরপর সিন্ধু জল চুক্তি (আইডব্লিউটি) 'চ্যানেলটি' স্থগিত। এই আবহে বিদেশ মন্ত্রকের মাধ্যমেই বন্যা সংক্রান্ত তথ্য পাঠানো হচ্ছে ইসলামাবাদকে। এর আগে সিন্ধু চুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতে গিয়েছিল তারা। তবে সেই আদালতকে মান্যতা দেয় না ভারত। এদিকে পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির সম্প্রতি আমেরিকা থেকে ভারতের বাঁধে ১০টি মিসাইল মারার হুমকি দিয়েছেন। সিন্ধু নিয়ে ভারতের সঙ্গে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ থেকে বিলাওয়াল ভুট্টো। এহেন পরিস্থিতিতে গত ১৫ অগস্টই সিন্ধু নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (আরও পড়ুন: ভারী বৃষ্টিতে ধ্বংসস্তূপে পরিণত জম্মু, মৃতের সংখ্যা ঘিরে চরম বিভ্রান্তি)
আরও পড়ুন: ট্রাম্পের ৫০% ট্যারিফে ভারতের কোন কোন সেক্টর সবচেয়ে বেশি প্রভাবিত হবে?
লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে মোদী স্পষ্ট বলে দেন, 'আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রক্ত ও জল একসাথে প্রবাহিত হতে পারে না।' মোদী বলেন, 'আমাদের দেশের মানুষ স্পষ্টভাবে বুঝতে পেরেছে যে সিন্ধু চুক্তি কতটা অন্যায্য এবং একপেশে। ভারতে উৎপন্ন নদীর জল আমাদের শত্রুদের ক্ষেত সেচ করছে, অন্যদিকে আমাদের কৃষক এবং আমার নিজের দেশের জমি জল ছাড়া তৃষ্ণার্ত। এটি এমন একটি চুক্তি ছিল যা গত সাত দশক ধরে আমার দেশের কৃষকদের অকল্পনীয় ক্ষতি করেছে। এখন, জলের উপর অধিকার কেবল ভারতের কৃষকদের।' (আরও পড়ুন: আবার হতে পারে ভারত-পাক যুদ্ধ, বড় মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের)
আরও পড়ুন: 'এত শুল্ক চাপাব, মাথা ঘুরে যাবে', ভারত-পাক যুদ্ধের সময় নাকি হুমকি দেন ট্রাম্প
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছিলেন। সেই ঘটনার একদিন পরই নয়াদিল্লি শাস্তিমূলক পদক্ষেপ করে পাকিস্তানের বিরুদ্ধে। সেদিন ঘোষণা করা হয়েছিল, ছয় দশকের পুরনো সিন্ধু জল চুক্তি স্থগিত রাখবে ভারত। এরপর থেকে পাকিস্তানের জলসম্পদ সচিব সৈয়দ আলি মুর্তজা ভারতের জলশক্তি মন্ত্রককে একাধিক চিঠি পাঠিয়েছিলেন। ১৯৬০ সালের চুক্তি অনুযায়ী পশ্চিমাঞ্চলীয় নদী সিন্ধু, ঝিলম ও চেনাব নদীর প্রবাহ নিয়ে পাকিস্তানকে যে তথ্য ভারত দিত, বর্তমান পরিস্থিতিতে ভারতীয় পক্ষ সেই তথ্য ভাগ করা বন্ধ করে দিয়েছে। চুক্তির অধীনে জল বণ্টন ব্যবস্থায় পাকিস্তানের পক্ষে ৮০:২০ অনুপাতে জল দেওয়া হত। অর্থনীতি ও কৃষির জন্য সিন্ধু জল ব্যবস্থার উপর ব্যাপকভাবে নির্ভরশীল পাকিস্তান।