গত ২৫ আগস্ট রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পেজ থেকে পোস্ট করা হয়েছিল ২৭ অগস্ট বড় কিছু আনতে চলেছেন তাঁরা। রাজ এবং শুভশ্রী তরফ থেকে সেই ঘোষণা কী নিয়ে হয়েছিল, সেটা জানা গেল সঠিক সময়ে। ২৭ অগাস্ট সোশ্যাল মিডিয়ার পর্দায় রাজ চক্রবর্তী প্রকাশ্যে আনলেন তাঁর আগামী ছবির মোশন পোস্টার।
রাজ চক্রবর্তী আগামী ছবির মোশন পোস্টার প্রকাশ্যে এনে ক্যাপশনে লিখেছেন, ‘আসছি’। প্রকাশ্যে এসেছে আগামী ছবির নামও। চারিদিকে আগুনের মধ্যে একটি যুবককে দেখা যাচ্ছে প্রতিবাদী ভঙ্গিতে। ওপরে বড় বড় করে লেখা, ‘হোক কলরব’।
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরতে চলেছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: বুবলাইয়ের পর এবার মিঠি, একে একে সন্তানরা কেন বিরোধিতা করছে কমলিনীর?
মোশন পোস্টার প্রকাশ্যে এনে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, ওম সাহানি, রোহন ভট্টাচার্য, জন ভট্টাচার্য এবং অভিকা মালাকারকে ট্যাগ করেছেন পরিচালক। আগামী দিনে রাজের পরিচালনায় যে একটি দুর্দান্ত ছবি উপহার পেতে চলেছেন দর্শকরা, সেটার আঁচ বোধহয় এই মোশন পোস্টার দেখেই করতে পেরেছেন সকলে। সেই বার্তাই তাঁরা দিয়েছেন কমেন্ট বক্সে।
মোশন পোস্টার প্রকাশ্যে আসার পরেই উৎফুল্ল রাজ চক্রবর্তীর অনুরাগীরা। একজন লিখেছেন, ‘ভালো করে জমিয়ে সিনেমা বানান।’ অন্য একজন লিখেছেন, ‘তুমি যদি না কর আর কেউ করবে না। প্লিজ ভালো স্ক্রিপ্ট নিয়ে এসো, ভালো মোমেন্টস নিয়ে এসো। কেউ বানাতে পারে না আর।’
রাজ চক্রবর্তীর এই পোস্ট শেয়ার করে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় লেখেন, ‘আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল পুরো টিমের জন্য। ছবির নাম যখন বাস্তবকে মনে করায় তখন তো কলরব হতে বাধ্য।’ কিন্তু কীসের কলরব? কোন বাস্তবকে দেখানো হবে এই ছবির মাধ্যমে?
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরতে চলেছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: বুবলাইয়ের পর এবার মিঠি, একে একে সন্তানরা কেন বিরোধিতা করছে কমলিনীর?
২০১৪ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগের তদন্তের দাবিতে বিশ্ববিদ্যালয় চত্বরে এক বিরাট বড় আন্দোলনের উৎপত্তি হয়েছিল। বেশ কয়েকদিন যাবত চলা এই আন্দোলনের নাম ছিল 'হোক কলরব। মনে করা হচ্ছে, সিনেমার আদলে এবার সেই প্রতিবাদ মিছিলকে বড় পর্দায় দেখাতে চলেছেন রাজ চক্রবর্তী।